Latest News

August 16, 2017

Bengal Finance Minister preparing ground for inviting ambassadors to BGBS 2018

Bengal Finance Minister preparing ground for inviting ambassadors to BGBS 2018

Bengal’s Finance, Commerce and Industries Minister, Dr Amit Mitra will meet ambassadors of different countries in mid-September in Delhi to invite foreign delegates to the 2018 edition of Bengal Global Business Summit (BGBS), which is scheduled for January.

Few days ago, the minister also met a dozen honorary consuls asking them to invite their respective countries’ ambassadors to participate in the BGBS.

Dr Mitra asked them to concentrate on specific sectors for bringing business to Bengal and to be partners in the meet.

Source: The Times of India

 

 

২০১৮ বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আহ্বান জানাবেন অর্থমন্ত্রী

সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লীতে রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সব দেশের প্রতিনিধি দলকে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাবেন।

কয়েকদিন আগেই তিনি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অনুরোধ করেন তাদের নিজেদের দেশে বাংলার প্রতিনিধিত্ব করতে।

তাদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতেও অনুরোধ জানান। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মনোনিবেশ করতে ও বাংলায় বাণিজ্য আনার ব্যাপারেও আর্জি জানানো হয়। বেশ কয়েকজন শিল্পপতি এই বৈঠকে অংশগ্রহণ করেন।