মে ২১, ২০১৮
অনুদান সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখানো হোক, দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কর্পোরেট সংস্থার দানকে আয়করের ছাড় দেওয়া হোক, এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির দেনকে সামাজিক দায়বদ্ধতা বাবদ ধরা হোক, তাতে সংস্থাগুলি বেশি করে অনুদান দিতে আগ্রহী হবে এবং এর ফলে সামাজিক নানা ক্ষেত্রে কাজের সুবিধা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কর্পোরেট সংস্থাগুলি টাকা দিলে তা সামাজিক দায়বদ্ধতা হিসেবেই ধরা হয়ে থাকে, ২০১৩ সালের আইন মেনেই তা করা হয়. কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিলে তা করমুক্ত হিসেবে ধরা হয় না – এই বিষয়টি উল্লেখ করে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রতিটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অধিকাংশ ক্ষেত্রে গরিব মানুষের প্রয়োজনে সেই টাকা ব্যয় হয়, ছোট ছোট অঙ্কের অনুদানও অনেক কাজে লাগে, তাই বিষয়টি যেন মানবিক দিক দিয়ে দেখা হয়. কর ছাড় পেলে কর্পোরেট সংস্থাগুলি আরো বেশি করে এই খাতে টাকা দিতে উৎসাহী হবে।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা থেকে শিক্ষা বা চিকিৎসার মতো খরচ দেওয়া হয়ে থাকে, যার ফলে উপকৃত হন বহু মানুষ। “সহায়তার জন্য সব মানুষের আর্জি মেটানো সম্ভব হচ্ছে না” চিঠিতে একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Source: Millennium Post