Latest News

March 28, 2017

Jalpaiguri to have a medical college soon: Bengal CM

Jalpaiguri to have a medical college soon: Bengal CM

Bengal Chief Minister chaired an administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra today where she took stock of various development projects.

Later in the day, the Chief Minister inaugurated and laid the foundation stones for several projects during a public meeting. She also distributed benefits among people of the district. She announced the formation of a medical college in Jalpaiguri.

The projects inaugurated by the CM include a mobile animal treatment unit, seven long-distance buses of North Bengal State Transport Corporation (NBSTC), a women’s police station and a residential complex for sub-inspectors. The newly constructed building of Banarhat police station and barrack was also inaugurated by the Chief Minister.

During her speech, the CM said that the natural beauty of Jalpaiguri was unmatched. She laid stress on tourism in the district and said Gajoldoba was a ‘dream project’ that would attract tourists from all over the world.  She said once complete, the various road projects in the district would help cut down the time to travel to Kolkata.

Mamata Banerjee said the aim of her government was to turn Bengal around and make the State the best in the world.

 

জলপাইগুড়িতে গড়া হবে একটি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

জলপাইগুড়ি শহরে একটি মহিলা থানার উদ্বোধন করলেনমুখ্যমন্ত্রী। এছাড়া বানারহাট থানার নতুন ভবন এবং জলপাইগুড়ি ও বানারহাটে নতুন পুলিস ব্যারাকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ৭টি অত্যাধুনিক রকেট বাস চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়া কৃষকদের মধ্যে বিতরণ করা হয় ট্রাক্টর, পাওয়ার টিলার ও কৃষি সরঞ্জাম। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় কয়েক হাজার সাইকেল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকশো মানুষকে চেকের মাধ্যমে অনুদানও তুলে দেন মুখ্যমন্ত্রী।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, জলপাইগুড়ি জেলার যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আছে কৃষ্টি ও সংস্কৃতি। এদিন গাজলডোবা- ড্রিম প্রজেক্ট প্রসঙ্গে তিনি বলেন এই প্রজেক্ট হলে আগামী দিনে সারা বিশ্বের লোক এখানে আসবে। তিনি আরও বলেন অন্যান্য সড়ক প্রকল্পগুলির কাজ শেষ হয়ে গেলে কম সময়ে কলকাতা পৌঁছানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন বাংলাকে ঘুরে দাঁড় করানো এবং বাংলাকে বিশ্ব সেরা করাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।