Latest News

August 16, 2017

Bengal CM takes initiative to establish 12 more medical colleges

Bengal CM takes initiative to establish 12 more medical colleges

Reducing infant mortality, achieving almost 100 per cent institutional delivery, fair price medicine shops and diagnostic centres, free treatment for everyone in State Government hospitals – these and a few other achievements of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government have made Bengal a path-breaker in the aspect of public health service in India.

Eager to continue on the gradient of success, Mamata Banerjee has taken initiatives to open 12 more medical colleges in the state by 2021. Of the 12, 10 would be run by the State Government and two on a PPP (public-private partnership) model.

Eight of the Government-run medical colleges would be established in Diamond Harbour, Cooch Behar, Raiganj, Rampurhat, Purulia, Arambagh, Jalpaiguri and Contai, and the two to be run on PPP basis, in Kurseong and Bhangar.

Admissions to the medical colleges in Diamond Harbour, Cooch Behar, Raiganj, Rampurhat and Purulia would start from 2019, and to the ones in Arambagh, Jalpaiguri, Kurseong and Bhangar from 2021.

These new medical colleges would solve, among other issues, the two primary ones of patient-doctor ratio and specialist doctors.

Currently, there are 18 medical and six dental colleges in the state. These 12 would bring up the number of colleges for medical education to 36. With the setting up of these 12, potentially, 1200 seats would be added to the state’s medical education system, bringing the total to almost 4,500.

Currently, there are 3,250 seats, combining the medical and dental colleges. Till May 2011, when the Left Front Government was in power, there were 1,604 seats. Thus the Mamata Banerjee-led Government has managed to more than double the number of seats in its six years in power.

Source: Bartaman

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হচ্ছে ১২ টি নতুন মেডিকেল কলেজ

শিশুমৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক প্রসব উল্লেখযোগ্য হারে বাড়ানো, ন্যায্যমূল্যের ওষুধের দোকান চালু করা, সরকারি হাসপাতালে সকলকে বিনা পয়সায় ওষুধ ও পরিষেবা দেওয়া প্রভৃতির মাধ্যমে গত ক’বছরে দেশজুড়ে নজর কেড়েছে বাংলা।মেডিকেল শিক্ষায় পশ্চিমবঙ্গের স্বর্ণযুগ ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দপ্তর সূত্রের খবর, আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি, বেসরকারি এবং পিপিপি মডেল মিলিয়ে রাজ্যে আরও ১২টি মেডিকেল কলেজ চালু করার উদ্যোগ নিলেন তিনি। এর মধ্যে ৮ টি সরকারি, ২ টি পিপিপি মডেলের এবং ২ টি বেসরকারি মেডিকেল কলেজ। সব’কটি চালু হলে রাজ্য পেতে পারে কমপক্ষে ১২০০টি মেডিকেল আসন।

সেক্ষেত্রে মেডিকেল ও ডেন্টাল মিলিয়ে কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৬টি। আসনসংখ্যা বেড়ে হতে পারে প্রায় সাড়ে ৪ হাজার।২০১১ সালে রাজ্যে মেডিকেল ও ডেন্টাল মিলিয়ে আসনসংখ্যা ছিল মাত্র ১৬০৪। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ছ’বছরে আমরা তা দ্বিগুণ বাড়িয়েছি। এখন বেড়ে হয়েছে ৩২৫০। আমাদের লক্ষ্য আরও বাড়ানো। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, সরকারি এবং পিপিপি মডেলের প্রস্তাবিত কলেজগুলি হবে ডায়মন্ডহারবার, কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট,পুরুলিয়া, আরামবাগ, জলপাইগুড়ি, কাঁথি, কার্শিয়াং ও ভাঙড়ে। প্রথম আটটি হবে সম্পূর্ণ সরকারি উদ্যোগে। শেষের দু’টি প্রাইভেট-পাবলিক মডেলে। কাঁথির মহকুমা হাসপাতালে শয্যাসংখ্যা বাড়িয়ে ৩০০ করা হবে। পাশের জমিতেই হবে মেডিকেল কলেজ।

 

বর্তমানে রাজ্যে মোট মেডিকেল কলেজের সংখ্যা ১৮টি (১৩টি সরকারি, একটি কেন্দ্রীয় সরকারি, চারটি বেসরকারি)। ডেন্টাল কলেজ ছ’টি (তিনটি সরকারি, তিনটি বেসরকারি)। মোট আসনসংখ্যা ৩২৫০টি। ১২টি নতুন মেডিকেল কলেজ হলে অদূর ভবিষ্যতে ফি বছর কমপক্ষে ১২০০ চিকিৎসক পাবে বাংলা। ডায়মন্ডহারবার, কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট ও পুরুলিয়ায় পাঁচটি কলেজ তৈরির কাজ চলছে। এছাড়া ২০২১ সালের মধ্যে আরামবাগ ও জলপাইগুড়িতে দু’টি সরকারি মেডিকেল কলেজ এবং কার্শিয়াং ও ভাঙড়ে দু’টি পিপিপি মডেলের মেডিকেল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে।