Latest News

November 19, 2017

Bengal CM returns to Kolkata after winning UK citizens’ and investors’ hearts

Bengal CM returns to Kolkata after winning UK citizens’ and investors’ hearts

Chief Minister Mamata Banerjee returned to Kolkata from her England- Scotland tour on Saturday evening. She had left for England on November 10.

At Wimbledon she had unveiled a Blue Plaque at the house where Sister Nivedita lived before she had left for India at the end of 1897.

Mamata Banerjee also addressed a meeting which was attended by businessmen, bankers and educationists in London. It was organized by Ficci- UKIBC.

Steel baron LN Mittal invited her to his house and the two had a highly fruitful meeting. Mamata Banerjee invited Mittal to the Bengal Global Business Summit ( BGBS) which scheduled to be held in January 2018.

The CM also addressed a meeting organised by Scottish Development International in Edinburgh, Scotland where she pitched strongly in favour of investing in Bengal. She was accompanied on her United Kingdom trip by state Finance Minister Dr Amit Mitra, Chief Secretary and a team of industrialists.

 

বিলেত সফরের পর কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

ইংল্যান্ড এন্ড স্কটল্যান্ড সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ই নভেম্বর তিনি বিলেত সফরে যান।

এই সফরে তিনি উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে ‘ব্লু প্লাক’ এর উন্মোচন করেন। লন্ডনে ফিকি ও উইকেআইবিসির উদ্যোগে আয়োজিত একটি বণিকসভায় বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী।

স্টিল শিল্পের কর্ণধার লক্ষ্মী মিত্তলের সাথেও বৈঠক করেন তিনি। তাকে ২০১৮র বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

এরপর এডিনবরায় স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত একটি বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব এবং একঝাঁক শিল্পপতি।