August 3, 2017
Bengal CM releases trilingual dictionary for Santhali language

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday released a trilingual Santhali dictionary (Santhali-English-Bengali). This dictionary is a first-of-its-kind. There was a demand by the Santhal community for preparing a proper trilingual dictionary for the preservation, protection and development of the language in the State.
The trilingual dictionary in Ol Chiki script has been composed by the Paschimbanga Santhali Academy under the guidance and supervision of the experts of academy. The combination of the three languages — Santhali (in Ol Chiki script), English and Bengali — along with the usage of Santhali words has given a new dimension to the dictionary. The Tribal Development Department of the State provided all infrastructural support and guidance to the Santhali Academy in this endeavour.
This is a comprehensive dictionary with 24,550 Santhali words, along with other useful information written in the Ol Chiki script of Santhali like the Santhali alphabet, numerals from 1-100, measurement of mass, length and volume as used in Santhali, names of the months of the year and days of the week, colours, scientific (physics, chemistry, mathematics, geography, history, etc.) terminologies (both in Santhali and English), Santhali idioms along with their uses and familial relations in Santhali society.
The Chief Minister also held a high-level meeting of the Tribal Advisory Council. It may be mentioned that after coming to power, Mamata Banerjee has given special stress on the development of tribal communities.
আদিবাসীদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প রাজ্য সরকারের
গতকাল উত্তরকন্যায় তপসিলি জাতি ও উপজাতি উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে আদিবাসীদের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিন অল চিকি অভিধানের প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনটি ভাষায় এটি লেখা হয়েছে। অলচিকি শব্দমালায় সাঁওতালি ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজিতেও অনুবাদ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “এটি আদিবাসী ভাই বোনেদের উদ্দেশ্যে করা হয়েছে। এর ফলে তাদের ঘরে শিক্ষার আলো পৌঁছবে। এটি সাঁওতাল ভাষার দিশারি হবে”।
এদিন পাহাড় ও ডুয়ার্সের বন্ধ চা বাগানগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চা বাগানের জমির পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ৩০০ পাট্টা দেওয়া হয়ে গেছে।
রাজ্যের সব তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) উন্নয়ন পরিকল্পনাকে এক ছাতার তলায় আনতে নতুন উপদেষ্টা পরিষদ গড়তে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।