Latest News

August 17, 2017

Bengal CM inaugurates renovated Bhabani Bhavan, discusses various issues with police officials

Bengal CM inaugurates renovated Bhabani Bhavan, discusses various issues with police officials

Bengal Chief Minister today inaugurated the renovated complex of the West Bengal Police at Bhabani Bhavan. Later she discussed various important issues with the State Police DG and other police officials.

She asked the State Traffic Police to follow the example of the Kolkata Police and be the face of the State. She lauded the State police for their various roles besides curbing down crime.

The State Police have been providing relief those who are affected by flood in north Bengal besides helping them to get to safer places. They have been constantly managing vehicles on broken down roads controlling smooth flow of traffic in the flooded areas.

She said that the State Police is taking steps against the criminals on cyberspace who are instigating communal disharmony.

 

নব রূপে সজ্জিত ভবানী ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নব রূপে সজ্জিত ভবানী ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা ভবনটি নতুন করে সাজানো শুরু হয়েছে৷ সেইসঙ্গে নিরাপত্তা জোরদার করতে মূল প্রবেশদ্বারটিও নতুন করে সাজানো হয়৷ উদ্বোধনের পর পুলিশ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

কলকাতা ট্রাফিক পুলিশ এখন কলকাতার মুখ হয়ে উঠেছে। রাজ্যের ট্রাফিক পুলিশও যাতে অনুরূপ হয়ে ওঠে সেই নির্দেশই দেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

অপরাধ দমন করা ছাড়াও আরও অনেক কাজ করতে হয় পুলিশকে। উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের সাহায্য করছে পুলিশ। জল জমে যাওয়া সত্ত্বেও যাতে যান চলাচলের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সাইবার অপরাধীরা গুজব ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।