August 16, 2017
Bengal CM felicitates police personnel with Police Medal for Commendable Service on Independence Day

The Bengal Government today celebrated the 71st Independence Day in a befitting matter. The ceremonial march past and celebration of Independence Day was held in a befitting manner at Red Road, Kolkata on Tuesday.
Contingents from police, personnel in uniform, school students, cultural and sports groups, tableaus from various departments on themes like Safe Drive Save Life, Kanyashree, Saboojshree, Sabujsathi, Khadyasathi, Biswa Bangla and so many others took part in the beautiful event attended by a huge enthusiastic gathering and distinguished persons from all walks of life.
Outstanding police officers were decorated with Police Medals for distinguished service.
Police personnel Arnab Ghosh, Sukesh Jain, Kalyan Mukhopadhyay, Pranab Ghosh Dastidar and Salil Kumar Roy were awarded Police Medal for Commendable Service by the Bengal Chief Minister.
স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশকর্মীদের পুরস্কৃত করলেন বাংলার মুখ্যমন্ত্রী
গতকাল রাজ্য সরকারের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ৭১তম স্বাধীনতা দিবস। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। অসাধারণ কৃতিত্বের জন্য পুলিশকর্মীদের পুরস্কৃত করেন বাংলার মুখ্যমন্ত্রী।
অর্ণব ঘোষ, সুকেশ জৈন, কল্যাণ মুখোপাধ্যায়, প্রনব ঘোষ দস্তিদার এবং সলিল কুমার রায় কে পুলিশ মেডালে ভূষিত করেন মুখ্যমন্ত্রী।
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশকর্মী, স্কুলপড়ুয়া থেকে শুরু সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের নানা মানুষ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ট্যাবোলোও ছিল অনুষ্ঠানের আকর্ষণ। সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে, যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, বিশ্ব বাংলা।