সাম্প্রতিক খবর

মে ২১, ২০১৮

টীকাকরণে দেশে এগিয়ে বাংলা

টীকাকরণে দেশে এগিয়ে বাংলা

শিশুদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। ঠিক সময়ে নবজাতকের দেহে ‘রোগ প্রতিরোধ’ নামক বেড়া দিতে পারলেই অনেকগুলো রোগকে সমুলে বিনাশ করা যেতে পারে। তা সে পোলিও হোক বা নিউমোনিয়া। হেপাটাইটিস বি হোক বা চিকেন পক্স। টীকাকরণ শুধু ‘রোগ প্রতিরোধক’ নয়, অনেক সময় জীবনদায়ী ওষুধের ভুমিকাও নিয়ে থাকে। সন্তান জন্মানোর ৪৮ ঘণ্টার মধ্যে পোলিও-র জিরো ডোজ এবং হেপাটাইটিস বি-র বার্থ ডোজ দেওয়া খুব জরুরী।

ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভের সাম্প্রতিক রিপোর্টে (২০১৫-১৬) জানা যাচ্ছে, শিশুদের টীকাকরণের কাজে দেশের মধ্যে প্রথম তিন রাজ্যে স্থান হয়েছে বাংলার। বাংলায় শহরাঞ্চলের থেকেও বেশী টীকাকরণ হয়েছে গ্রামাঞ্চলে (প্রায় ৯৫ শতাংশ)।

এই রিপোর্টে আরও জানা গেছে, বাংলারে প্রায় ৮৫ শতাংশ শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধে টীকাকরণ সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, ইন্টেন্সিফায়েড মিশন ইন্দ্রধনুষ প্রকল্পে উত্তর ২৪ পরগনায় একদিনে দশ হাজার করে ৪ দিনে মোট চল্লিশ হাজার শিশুর টীকাকরণ সম্ভব হয়েছে।

Source: Sangbad Pratidin