April 9, 2016
Bankura: Scaling new heights of development

Bankura has progressed a lot over the term of the Trinamool Congress Government. Governance has improved tremendously, resulting in all-around development of the district.
Here are some of the developments of Bankura district brought about by the Trinamool Congress Government:
Health
- Sick newborn care units (SNCU) at Bankura Sammilani Medical College and Hospital and Bishnupur Sub-divisional Hospital
- Sick newborn stabilisation units (SNSU), numbering 19, in rural hospitals of the district
- One critical care unit (CCU) at Bankura Sammilani Medical College and Hospital and one high-dependency unit (HDU) at Khatra Sub-divisional Hospital
- One Mother and Child Care Hub (MCH) in Bankura
Education
- Two degree colleges in Mejia and Ranibandh
- Polytechnic college in Bankura; one coming up in Khatra
- Bicycles distributed to about 1.07 lakh students under Sabuj Sathi Scheme
- Mid-day meals started in all schools of the district
- Separate toilets for boys and girls built in all schools
Agriculture, Land Reforms, Fishery and Animal Husbandry
- A total of 3,005 given patta – both agricultural land and in forest land
- Rs 1 crore spent to distribute mini kits for fish cultivation
- The Animal Husbandry Department has distributed 22 lakh duck and hen eggs among self-help groups (SHG)
Panchayat and Rural Development
- About 48,000 houses facilitated to be built by the State under Indira Awaas Yojana
- Under Mission Nirmal Bangla, 1.15 lakh toilets built
Minorities’ Development
- About 7.5 crore youth from the district distributed loans to inculcate self-sufficiency
- Backward Classes and Adivasi Development
- Almost 1.91 lakh SC/ST/OBC certificates distributed
Jangalmahal Development
- Under Integrated Action Plan (IAP), the State Government has facilitated the taking up of 80 projects for the development of the district, of which 62 have been completed.
Industry
- Rs 2,500 crore worth bank loans distributed for micro, small and medium (MSME) units
- One IT Park built in Barjora
PWD and Transport
- Roads of 490 km built/renovated/widened in the last four-and-a-half years, the important ones being those connecting Ranibandh and Jhilmili, Krishnapur, Raipur, Phulkushma and Benagaria, Bishnupur, Kotalpur, Jairambati and Kamarpukur, and Gangajalghati and Saltora.
Public Health Engineering
- To alleviate the long-standing drinking water problems of the district, pipelined drinking water projects worth Rs 1,100 crore taken up; the two-stage project would cover 2,052 mouza and help about 18 lakh people.
Labour
- Under the Yuvashree Scheme, about 8,000 youth are getting stipends
Self-help Groups and Schemes
- Twelve Karma Tirtha being set up all over the district
Urban Development
- Nine hundred shelters for the homeless constructed in the district
Housing
- About 9,000 homes for the socially weaker sections sanctioned under the Gitanjali Scheme, of which 5,000 have been completed
Sports & Youth Affairs
- Rs 54 crore sanctioned to set up 27 multi-gym centres
Thus we see that Bankura has undergone a lot of development during the term of Trimanool Congress. Projects have been accomplished covering all departments of the administration.
প্রগতির পথে বাঁকুড়া
গত সাড়ে ৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাঁকুড়ার জন্য একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ায় এখন উন্নয়নের জোয়ার এসেছে।
বিশেষত জঙ্গলমহলের অনগ্রসর আদিবাসীদের উন্নয়নের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে।
তৃণমূল পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ার উন্নয়নের খতিয়ান:
স্বাস্থ্য
- বাঁকুড়া সম্মিলনী হাসপাতাল ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে SNCU চালু হয়ে গেছে।
- জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালগুলিতে ১৯টি SNSU ইতিমধ্যেই চালু হয়ে গেছে।
- বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ১টি CCU এবং খাতরা মহকুমা হাসপাতালে ১টি HDU স্থাপিত হয়েছে।
- বাঁকুড়াতে একটি মাদার ও চাইল্ড হাব গড়ে তোলা হচ্ছে।
শিক্ষা
- মেজিয়া ও রানীবাঁধে ২টি নতুন ডিগ্রি কলেজে পঠনপাঠন শুরু হয়ে গেছে।
- বাঁকুড়ায় পলিটেকনিক কলেজ নির্মিত হয়েছে। পাশাপাশি খাতড়াতে নির্মাণ কাজ চলছে, মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
- এই জেলায় প্রায় ১ লক্ষ ৭ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
- সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
- প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
কৃষি ও ভূমি সংস্কার
- সর্বমোট ৩০০৫ জনকে কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
- এই জেলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মিনিকিট সহ অন্যান্য মাছ চাষের উপকরণ বিতরণ প্রকল্পের ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
- জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ২২ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
- গত সাড়ে ৪ বছরে জেলায় ৪৮ হাজারেরও বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৯ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।
- জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ১ লক্ষ ১৫ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।
অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন :
- প্রায় ৯১ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও প্রায় ৫৪ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
- বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৯১ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।
শিল্প :
- ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় প্রায় আড়াই হাজার কোটির ও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ২০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
- বড়জোড়াতে ১টি আই.টি পার্ক গড়ে উঠেছে।
পূর্ত ও পরিবহন :
জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৪৯০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হল রাণীবাঁধ-ঝিলমিলি রাস্তা, কৃষ্ণপুর-রায়পুর- ফুলকুসমা-বেনাগড়িয়া রাস্তা, বিষ্ণুপুর-কোতলপুর-জয়রামবাটি-কামারপুকুর রাস্তা, গঙ্গাজলঘাটি-শালতোরা রাস্তা প্রভৃতি।
জনস্বাস্থ্য কারিগরী :
এই জেলার পানীয় জলের সমস্যার কথা সাবার জানা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবীকে সম্মান জানিয়ে, রাজ্যের অন্যতম বৃহৎ নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প (১১০০ কোটি টাকার) হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে, দুর্গাপুরে দামোদর নদী, মুকুটমণিপুরে কংশাবতী জলাধার এবং জেলার অন্যান্য ছোট নদী যেমন শিলাবতী, দ্বারকেশ্বর প্রভৃতি থেকে জল তুলে পরিশুদ্ধ করে সরবরাহ করা হবে। এই প্রকল্প ২টি পর্যায়ে হবে এবং ২০৫২টি মৌজার ১৮ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন।
শ্রম :
যুবশ্রী প্রকল্পে ৮ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী :
জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১২টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৪টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।
পুর ও নগরোন্নয়ন :
শহরাঞ্চলে গরীবদের জন্যে ৯০০টি বাসস্থান নির্মিত হয়েছে।
আবাসন :
বাঁকুড়া জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে ৯ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ৫ হাজার বাসস্থান নির্মাণের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বাকী বাসস্থানের নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
ক্রীড়া ও যুব কল্যান :
জেলায় ২৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৫৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যা অতীতে কখনোও হয়নি। অনেক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে।