April 4, 2016
Bankura – Progressing ahead

Over the last four-and-a-half years, the Mamata Banerjee-led Trinamool Government has showered the once-backward district of Bankura with a lot of development.
The Paschimanchal Unnayan Affairs Department, created especially for the districts comprising Jangalmahal, has ensured that developmental works covering all aspects of governance are carried out there.
Here are some of the developments of Bankura district brought about by the Trinamool Congress Government:
Health
- A new health district has been created out of Bishnupur
- Four multi super-speciality hospitals built in Barjora, Onda, Chatna and Bishnupur
- Four fair-price medicine shops (FPMS) at Bankura Sammilani Medical College and Hospital, Bishnupur and Khatra Sub-divisional Hospitals, and Taldangra Rural Hospital; another at Sonamukhi Rural Hospital to be set up soon.
- As a result of the setting up of these shops, 8 lakh people in the district have been benefitted to the tune of Rs 10.73 crore.
- One 24-bedded critical care unit (CCU) at Bankura Sammilani Medical College and Hospital
- Fair-price diagnostic centres (FPDC) at Bankura Sammilani Medical College and Hospital and Bishnupur Sub-divisional Hospital
Education
- Two new universities, including Bankura University and in Chatna, a campus of Bidhan Chandra Agricultural University
- Five industrial training institutes (ITIs) in Simlapal, Khatra, Sonamukhi, Indopur and Ranibandh; four more to come up in Barjora and in Bishnupur, Onda and Indus blocks
- Eight model schools in Mejia, Chatna, Onda, Patrasayar, Shaltora, Indopur, Heerbandh and Ranibandh
- Twenty-five primary schools upgraded to higher secondary schools and 77 Madhyamik schools upgraded to Higher Secondary
Agriculture and Land Reforms
- Kisan Credit Cards distributed to 6.85 lakh farmers, which is about 91% of the farmers in the district
- Six Kisan Mandi set up in the district; two more in the process of being set up
- Under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme, 6,000 landless people given patta
Panchayat and Rural Development
- In 100 Days’ Work Scheme, Rs 934 crore spent to create 4.65 lakh man-days
- 774 km of rural roads built
Minorities’ Development
- About 1.4 lakh minority students handed out scholarships worth about Rs 22 crore
Backward Classes and Adivasi Development
- Almost 91,000 students from reserved categories getting scholarships
Women and Child Welfare
- Almost 1.5 lakh girl students in Bankura distirct brought under Kanyashree Scheme
Khadya Suraksha and Khadya Sathi
- Almost 26 lakh people in the district getting foodgrains at Rs 2 per kg
Jangalmahal Development
- A social security scheme called Samaj Sathi being run specially for kendu leaf collectors
Industry
- Plasto Steel Park built in Barjora; Rs 600 crore invested for the project
- Eighteen micro, small and medium enterprise (MSME) clusters set up, as a result of which a lot of employment has been generated
PWD and Transport
- 83 projects for roads, bridges, culverts, etc. completed at a cost of Rs 609 crore, as a result of which 18 lakh people have benefitted
Power
- 100% villages to be electrified by March under Sabar Ghare Alo Scheme
Irrigation
- Check dams to control flooding has been built all over the district – eight by the Irrigation Department, 13 by the Panchayat Department and 25 by the Forest Department
Public Health Engineering
- Twenty-nine drinking water projects worth Rs 38 crore sanctioned, of which 10 have been completed
Tourism
- Two eco-tourism projects have come up in Patrasayar and Susunia
Labour
- About 2.34 lakh unorganised workers, and transport and construction workers provided monetary help under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS) and Building and Other Construction Workers Welfare Act (BOCWA) scheme, respectively.
Self-help Groups and Schemes
- Under the Anandadhara Scheme, about 6,000 self-help groups (SHGs) set up
- Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi, almost 8,000 projects sanctioned worth RS 43 crore
Urban Development
- The three municipalities in the district have completed developmental projects worth Rs 225 crore
Information & Broadcasting
- 3,000 folk artistes in the district getting retainer fees and pensions under the Lok Prasar Prakalpa scheme
Sports & Youth Affairs
- The Jangalmahal Cup has proved to be very popular; it has opened up numerous opportunities
- Sports academy being built in Khatra
Police
- Bankura Women Police Station has come up
Thus we see how, over the years of Trinamool Congress rule, Bankura has progressed like never before. A lot of projects have been accomplished, and a lot more have been sanctioned.
প্রগতির পথে বাঁকুড়া
গত সাড়ে ৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাঁকুড়ার জন্য একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ায় এখন উন্নয়নের জোয়ার এসেছে।
বিশেষত জঙ্গলমহলের অনগ্রসর আদিবাসীদের উন্নয়নের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে।
তৃণমূল পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ার উন্নয়নের খতিয়ানঃ
স্বাস্থ্য
- বিষ্ণুপুরকে একটি পৃথক স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে।
- বড়জোড়া, অণ্ডাল, ছাতনা এবং বিষ্ণুপুরে ৪টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে।
- ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাঁকুড়া সম্মিলনী, বিষ্ণুপুর, তালড্যাংরা ও খাতড়া মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
- ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ ১০ কোটি ৭৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
- বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ২৪-শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হয়ে গেছে।
- বাঁকুড়া সম্মিলনী ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনসটিক কেন্দ্র স্থাপিত হয়েছে।
শিক্ষা
- নবনির্মিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবং ছাতনার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখায় পঠনপাঠন শুরু হয়ে গেছে।
- সিমলাপাল, খাতরা, সোনামুখি, ইন্দপুর এবং রানিবাঁধে পাঁচটি আইটিআই নির্মাণের কাজ শেষ হয়ে গেছে।
- ৮ টি মডেল স্কুলে পঠনপাঠন শুরু হয়ে গেছে। এগুলি হল – মেজিয়া, ছাতনা, ওঁদা, পাত্রসায়র, শালতোড়া, ইন্দপুর, হীড়বাঁধ ও রানিবাঁধে।
- ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৭৭টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
কৃষি ও ভূমি সংস্কার
- এই জেলার প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার (৯১%) কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
- এই জেলায় ৬টি কিষাণ মাণ্ডি তৈরি হয়েছে। আরও ২টি তৈরির কাজ চলছে।
- নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে ৬ হাজার ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
- ১০০ দিনের কাজে প্রায় ৯৩৪ কোটি টাকা ব্যয় করে ৪.৬৫ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে
- গ্রামীণ সড়ক যোজনায় ৭৭৪ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে
সংখ্যালঘু উন্নয়ন
বিগত সাড়ে ৪ বছরে ১ লক্ষ ৪০ হাজার সংখ্যালঘু ছাত্র ছাত্রীকে প্রায় ২২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন
প্রায় ৯১ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।
নারী ও শিশু কল্যান
বাঁকুড়া জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।
খাদ্য সুরক্ষা ও খাদ্য সাথী
জেলায় প্রায় ২৬ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন
জঙ্গলমহলের উন্নয়ন
কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘সমাজ সাথী’ চালু করা হয়েছে।
শিল্প
- বাঁকুড়া জেলায় বড়জোড়াতে ৬০০ কোটি টাকা ব্যয়ে Plasto Steel Park তৈরি হয়েছে।
- জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৮টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।
পূর্ত ও পরিবহন
৬০৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ব্রিজ ও কালভার্ট সহ ৮৩টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, এর মাধ্যমে প্রায় ১৮ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।
বিদ্যুৎ
সমগ্র বাঁকুড়া জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
সেচ
জলতীর্থ প্রকল্পের সঙ্গে সঙ্গে জেলায় সেচ দপ্তর ৮টি , পঞ্চায়েত দপ্তর ১৩টি ও বনদপ্তর ২৫টি চেকড্যাম রূপায়ন করেছে।
জনস্বাস্থ্য কারিগরী
বিগত সাড়ে ৪ বছরে ৩৪ কোটি টাকা ব্যয়ে ২৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে এর মধ্যে ১০টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে গেছে।
পর্যটন
পাত্রসায়র ও শুশুনিয়াতে ২টি ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলা হয়েছে।
স্ব-নির্ভর দল ও স্ব-নিযুক্তি কর্মসূচী
- আনন্দধারা প্রকল্পে প্রায় ৬ হাজার স্ব-নির্ভর দল গঠিত হয়েছে।
- স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় ৮ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৩ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
পুর ও নগরোন্নয়ন
এই জেলায় ৩টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রার ২২৫ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
তথ্য ও সংস্কৃতি
এই জেলায় প্রায় ৩ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
ক্রীড়া ও যুব কল্যান
- নতুন প্রতিভার অন্বেষণে জঙ্গলমহলে ‘জঙ্গলমহল কাপ’ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
- বাঁকুড়া জেলার খাতরায় একটি স্পোর্টস অ্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে।
স্বরাষ্ট্র
জেলায় নতুন থানা হিসেবে বাঁকুড়া মহিলা থানা স্থাপন করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যা অতীতে কখনোও হয়নি। অনেক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে।
Image source: HolidayIQ