সাম্প্রতিক খবর

মার্চ ২, ২০১৯

বাংলার শিক্ষা-স্কুলের সকল তথ্যের পোর্টাল-উদ্বোধন

বাংলার শিক্ষা-স্কুলের সকল তথ্যের পোর্টাল-উদ্বোধন

রাজ্য সরকার স্কুল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল। এই পোর্টালের নাম বাংলার শিক্ষা (hyperlink http://ehrms.wbsed.gov.in/sims_new/)। শিক্ষামন্ত্রী এই পোর্টালের উদ্বোধন করেন ২৬ ফেব্রুয়ারি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় এসেছে আমুল পরিবর্তন।

এই পোর্টাল ছাড়াও তিনটি অ্যাপ- শিক্ষক/পড়ুয়া অ্যাপ (ক্লাসের ব্যবস্থাপনা), এম-পরিদর্শন অ্যাপ (স্কুলের ওপর নজর রাখা) এবং এ-এইচআরএমএস অ্যাপ (শিক্ষকদের ব্যাক্তিগত তথ্য এমনকি তাদের বেতনের তথ্য সম্বলিত) এবং একটি মিড ডে মিল ইন্সপেকশন নামক প্রকল্পের উদ্বোধন হয়।

এই পোর্টালে স্কুল সংক্রান্ত সূচী (ই-টেক্সটবুক, শিক্ষকদের প্রশিক্ষণ সামগ্রী), পড়ুয়াদের (উপস্থিতি এবং পরীক্ষার ফল), শিক্ষকদের (শিক্ষাগত তথ্য) এবং অন্যান্য কর্মীদের বিষয়ে তথ্য এবং স্কুলের ওয়েবসাইটের সন্ধান মিলবে এখানে।

এই পোর্টালে অন্যান্য লিঙ্কও থাকবে, মিড ডে মিল প্রকল্প, ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম, পেনশন, সবুজ সাথী প্রকল্প, বৃত্তি, সেন্ট্রাল স্কীম এবং সমগ্র শিক্ষার সঙ্গে।

এই পোর্টাল থেকে পড়ুয়ারা তাদের পরিচয়পত্র, রিপোর্ট কার্ড, ক্যারেক্টর শংসাপত্র, ট্রান্সফার সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবে।

স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকদের, পড়ুয়াদের, অন্যান্য কর্মীদের এবং অভিভাবকদের পোর্টালে অ্যাক্সেস পাবেন প্রয়োজন মত।

সরকার বিভিন্ন জেলার স্কুলের প্রধান শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

এই পোর্টাল রাজ্যকে শিক্ষা ক্ষেত্রে নজরদারির ক্ষেত্রে সাহায্য করবে সমস্ত থেকে।

এই ওয়েবসাইটে একটি বিভাগ থাকছে ‘ইম্পর্ট্যান্ট ইভেন্টস’ নামে যেখানে সরকারি স্কুলের বিভিন্ন পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের কথা তুলে ধরা হয় ।

আরেকটি নতুন বৈশিষ্ট্য থাকছে, এই পোর্টালে প্রতি পড়ুয়ার একটি আইডি কোড থাকবে যা তার সারা স্কুলজীবনে অপরিবর্তিত থাকবে।