সাম্প্রতিক খবর

মার্চ ২৭, ২০১৯

সাত বছরে ভূমি সংস্কার আধুনিকীকরণ বাংলায়

সাত বছরে ভূমি সংস্কার আধুনিকীকরণ বাংলায়

গত সাত বছরে বাংলায় ভূমি সংস্কার আধুনিকীকরণ এর উদ্দেশ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তৈরী হয়েছে ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপ ইত্যাদি।

এক নজরে ভূমি সংস্কার দপ্তরের সাফল্য:

ভূমি সংস্কার আধুনিকীকরণ কর্মসূচী প্রকল্পে, ১২৩টি আধুনিক রেকর্ড রুম তৈরী করা হয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে। ৩৪৬টি ব্লকে তেহসিল ডেটা সেন্টার চালু করা হয়েছে।

২০১৮-১৯ অর্থবর্ষে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১২৮১টি নিজ গৃহ নিজ ভূমি পাট্টা বিলি করা হয়েছে।

মোট ৬৮৩৪৮টি ম্যাপ শিটের মধ্যে ৬৭৯১৫টি ডিজিটাইজড করা হয়েছে এবং ২০১৮-১৯ সালে ৫৬১১২টি ম্যাপ শিট ভূমির রেকর্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে সই করা রেকর্ড অফ রাইটসের প্রতিলিপি পৌঁছে দেওয়ার কাজ ৩৪৪টি বিএলঅ্যান্ডএলআরও অফিস থেকে এবং রাজ্য সরকারের ই-ডিস্ত্রিক্ট পোর্টাল থেকে শুরু হয়েছে।

৩৪৬টি ব্লকেই ভূমির রেকর্ডের সঙ্গে সম্পত্তি নথিভুক্তকরণ পদ্ধতি চালু করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার বরানগরের বনহুগলী আবাসন প্রকল্প ২০১৪ সালে পিপিপি মডেলে শুরু করা হয় এবং ২০১৭ সালে সম্পন্ন হয়। এই প্রকল্পে ৫৪০টি পরিবার যারা ওইখানে পুরনো জীর্ণ বাড়িতে বসবাস করত এবং আরও ১০৭টি পরিবার যারা কামারহাটির বার্মা কলোনির উদয় ভিলায় বাস করতেন তাদের বনহুগলী আবাসন প্রকল্পের বনিরিনি ফ্ল্যাটে পুনর্বাসন দেওয়া হয়েছে।