সাম্প্রতিক খবর

মার্চ ১৯, ২০১৯

দেশে এক নম্বর বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর

দেশে এক নম্বর বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রাজ্য সরকারের নেতৃত্বে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

২০১৭-১৮ সালে ৩১.২৫ কোটি কর্মদিবস তৈরী করে ১০০ দিনের কাজে দেশের সেরা। ২০১৮-১৯ অর্থবর্ষে নভেম্বর মাস পর্যন্তই ২১.৬৪ কোটি কর্মদিবস তৈরী হয়েছে।

বাংলার আবাস যোজনায় ৫৭৬৩৫৫টি গৃহ নির্মাণ করতে ৫৮৬৭ কোটি টাকা দেওয়া হতে পারে

২০১৮-১৯ অর্থবর্ষে অক্টোবর মাস পর্যন্ত ৯২৭কোটি টাকা খরচ করা হয়েছে বাংলার গ্রামীণ সড়ক যোজনায়। এখন পর্যন্ত ১১৭০ কিলোমিটার রাস্তা নির্মিত। গ্রামীণ রাস্তার রক্ষণাবেক্ষণে এখন পর্যন্ত ১৩৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

নির্মল বাংলা মিশনে আরও পাঁচটি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়েছে। এবং ৩১শে মার্চের মধ্যে আরও চারটি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে।

আনন্দধারা প্রকল্পে গ্রামাঞ্চলে ৬৭৪৪৭২টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরী করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ৩৭৩৫৩টি উপসঙ্ঘ এবং ৩২৬৬টি সঙ্ঘ তৈরী করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ৪৪৪৩২৭টি গোষ্ঠীকে ৮১৫৫.৯৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে ২রা অক্টোবর পর্যন্ত ২০৭১৭৫টি গোষ্ঠীকে ৪৫০৪.৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী এবং ব্যাঙ্কের মধ্যে সংযোগীকরণের জন্য রাজ্য সরকার জাতীয় পুরষ্কার পেয়েছে।

এই বছর এই দপ্তরের জন্য ২০৪৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ফাইল চিত্র