সাম্প্রতিক খবর

মার্চ ২৬, ২০১৯

ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে বাংলা দেশের সেরা

ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে বাংলা দেশের সেরা

ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে দেশের সেরা বাংলা।

এক নজরে দেখে নিন এই ক্ষেত্রে রাজ্যের সাফল্যগুলি:

  • ৯০ লক্ষ ক্ষুদ্রশিল্প ইউনিটে ১.৩৬ কোটি মানুষ কর্মরত। ক্ষুদ্রশিল্প ক্ষেত্রে দেশের ১৪% জাতীয় আয় বাংলা থেকে উপার্জিত হয়।
  • ৪৭১ নতুন ক্ষুদ্রশিল্পের ক্লাস্টারের মাধ্যমে ৬লক্ষের বেশী মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সুনিশ্চিত।
  • লক্ষাধিক তাঁতশিল্পীকে বিনামূল্যে নতুন তাঁত প্রদান করে তাদের প্রশিক্ষিত করা হয়েছে।
  • তাঁত সমবায়ের সংখ্যা প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে।
  • বিশ্ববাংলা বিপণন কেন্দ্রগুলি বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক দরবারে পৌঁছে দিচ্ছে।
  • শূন্যপ্রায় অবস্থা থেকে মসলিন শিল্পে এখন নিযুক্ত হয়েছেন ৭ হাজার শিল্পী।
  • হস্তশিল্পীর সংখ্যা ২ গুণ বেড়ে এখন হয়েছে প্রায় ৬ লক্ষ।
  • রেশম শিল্পে টার্নওভার বেড়েছে দ্বিগুণের বেশী।
  • UNESCO-র সহায়তায় হস্তশিল্পীদের উন্নয়নকল্পে দশটি রুরাল ক্রাফট হাব তৈরী হয়েছে।
  • লোকসানে চলা তন্তুজ, মঞ্জুসা ঘুরে দাঁড়িয়ে লাভের মুখ দেখছে এবং তাদের টার্নওভার প্রায় পাঁচগুণ বেড়েছে।
  • জঙ্গলমহলের আদিবাসী এবং শবর সম্প্রদায়ের হস্তশিল্পীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শিল্প-সামগ্রী বাজারজাত করা হয়েছে।
  • বাংলার শিল্পীদের জন্য গড়ে উঠেছে দুর্গাপুর, শান্তিনিকেতন, শিলিগুড়ি এবং রাজারহাটের বিশ্ববাংলা। শিল্পীহাট তাঁতবস্ত্র বিপণনের জন্য গড়ে উঠেছে পূর্বস্থলী ধাত্রীগ্রাম এবং উদয়নারায়নপুরের তাঁতের হাট।
  • সহায়তার জন্য www.myenterprisewb.in, www.silposathi.in এবং ‘শিল্পসাথী’ মোবাইল অ্যাপ