সাম্প্রতিক খবর

জুন ১২, ২০১৯

বাংলার মেধা বিশ্ব সেরা, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনায় বললেন মুখ্যমন্ত্রী

বাংলার মেধা বিশ্ব সেরা, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনায় বললেন মুখ্যমন্ত্রী

এ বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নেতাজি ইন্ডোরে এই চা-চক্রে অংশ নেন ছাত্রছাত্রীরা।

গত বছরও মুখ্যমন্ত্রীর উদ্যোগে কৃতীদের সাথে একটি চা-চক্রের আয়োজন হয়েছিল উত্তীর্ণে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি এই পরম্পরাটি চালু করেন।

আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ছেলেমেয়েদের বলেন যেন তারা মা-বাবা কিংবা শিক্ষকদের আদর্শ মেনে চলেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

যারা এই স্বর্ণ ছাত্রছাত্রী তৈরি করেছেন সেইসব বাবা মা ও শিক্ষক ও শিক্ষিকাদের সকলকে আমার অভিনন্দন।

‘জেমস অফ বেঙ্গল’ নামে একটি বই তৈরি হয়েছে এই প্রথম, সব পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম ও বায়ো ডেটা নিয়ে এই বই তৈরি হয়েছে। এটা তোমাদের জীবনের জন্য সংরক্ষিত থাকবে।

আজকাল ছেলেমেয়েরা হাতের মুঠোর সব তথ্য পেয়ে যায় বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে। এই ব্যবস্থা আগে ছিল না। এটা অনেক বড় সুবিধা। এর মাধ্যমে অনেক বেশী শিখছে ছেলেমেয়েরা, অনেক এগিয়ে যাচ্ছে তারা।

 বাংলার ছেলেমেয়েরা সর্বশ্রেষ্ঠ। তাদের মেধা পৃথিবী বিখ্যাত। এর কোন তুলনা হয় না। দেশ বিদেশ সব জায়গায় আমাদের এই বাংলার ছেলেমেয়েরাই। আমরা এর জন্য গর্বিত।

নিজেদের যত্ন নেবে, ঠিক করে খাওয়া দাওয়া, exercise করবে, গান শুনবে, প্রয়োজন মত সিনেমা দেখবে, বেশী খুন খারাপি দেখবে না এতে নেগেটিভিটি করবে। কাজ তো থাকবেই, মাথা গরম করবে না, হাসি মুখে কাজ করবে।

আর বাবা মা কে কখনো ভুলে যেও না, তারাই সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে আপন। বাবা মা ভাই বোন তাদের যত্ন করা আমাদের কর্তব্য। শিক্ষকের কোন বিকল্প নেই। তারাও আমাদের পিতা মাতা তুল্য

বাংলায় এখন অনেক সুযোগ তৈরি হয়েছে। সল্টলেকে আই এস ও আই পি এস দের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য সরকার। আমরা ৩০০ পলিটেকনিক কলেজ তৈরি করেছি, উৎকর্ষ বাংলার মাধ্যমে সেখানে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছেলেমেয়েদের

স্বাধীনতার পর থেকে এখানে ১২ টি বিশ্ববিদ্যালয় ছিল। গত ৮ বছরে ২৮টি বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেছে এবিং আরও ১১ টির কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ হচ্ছে।  ৮ টি মেডিকেল কলেজ হয়েছে আরও ১০ টি তৈরি হচ্ছে। মেডিকেলে প্রায় ২০০০ সিট বেড়েছে এবং আরও ৫৫০ টি সিট বাড়ছে

বাংলায় ফ্যাশন টেকনোলজি সেন্টার, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। ট্রিপল আইটিআই এখানে তৈরি হয়ে গেছে

সকলে ভালো থাকো, সুন্দর থেকো, জয় করো। বাংলার মনিষী ও সাংস্কৃতিকে চিরকাল মনে রেখো