মার্চ ১১, ২০১৯
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের কর্মসংস্থানমুখী প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে সূচনা হয়েছে কর্মসংস্থানমুখী প্রকল্প সমূহের। পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অর্থনৈতিক সাহায্য দানের লক্ষ্যে নেওয়া হয়েছে সুদ-ভর্তুকি প্রকল্প।
নিয়মিত ব্যাঙ্কের ঋণ পরিশোধ করলে এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলির নেওয়া ব্যাঙ্ক ঋণের ওপর স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে মাত্র ২% হারে সুদ। সুদ-ভর্তুকির অংশ সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের খাতায় জমা হবে।
এই প্রকল্পের দ্বারা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর ভর্তুকি প্রদানের মাধ্যমে কম সুদের হারে ব্যাঙ্ক ঋণ দিয়ে রোজগারের সুযোগ করে দিচ্ছে।
এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম বা স্থানীয় ব্লক, মিউনিসিপ্যালিটি, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের জেলা আধিকারিক, সুপারভাইজার বা প্রকল্প সহায়কের সঙ্গে।
এছাড়া চালু হয়েছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের আছে দুটি ভাগ।
- আত্মমর্যাদা – ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় এমন যে কোনও একক উদ্যোগের জন্য
- আত্মসম্মান – ২৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় এমন যে কোনও একক উদ্যোগের জন্য