মার্চ ৩, ২০১৯
নতুন ইলেক্ট্রনিক ও হার্ডওয়্যার পার্ক গড়বে রাজ্য সরকার

রাজ্য তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তর সম্প্রতি সেক্টর ফাইভের ওয়েবেল ভবনে একটি আলোচনা সভার আয়োজন করে। ইলেক্ট্রনিক্স সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের সম্প্রসার করা এবং বিভিন্ন জায়গায় ইলেক্ট্রনিক ও হার্ডওয়্যার পার্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
২০১৮ সালের তথ্য প্রযুক্তি নীতি অনুযায়ী বিভিন্ন উদ্যোগ নিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ছাড়াও কোটরা (সাউথ কোরিয়া), এলমা (সুইৎজারল্যান্ড) এর মত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
দুটি তথ্য প্রযুক্তি উন্নয়ন পার্ক ইতিমধ্যেই তৈরী হয়েছে নৈহাটি এবং ফলতাতে। এগুলির লক্ষ্য ইলেক্ট্রনিক সামগ্রী উৎপাদন বাড়ানো। সোনারপুর এবং কল্যাণীতেও আরও দুটি পার্ক তৈরী করা হচ্ছে।
ইলেক্ট্রনিক ও হার্ডওয়্যার পার্কের জমির লিজের পরিমাণও এই সম্মেলনে প্রকাশ করা হয়।