নভেম্বর ৩, ২০১৯
পাশ-ফেল ফিরছে রাজ্যে

আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে রাজ্যে ফিরছে পাশ-ফেল। আপতত পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে এই ব্যবস্থা। কালীপুজোর পর বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে নির্দেশনামা শীঘ্রই প্রকাশিত হবে। ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল ফিরবে। আগামী বছর থেকেই পাশ-ফেল কার্যকর হবে।’ একবার পরীক্ষার পর কোনও পড়ুয়া ফেল করলে তাকে দু’মাস সময় দেওয়া হবে। দু’মাস বাদে আবার পরীক্ষা হবে। সে বারও যদি ফেল করে তা হলে বছর নষ্ট হবে।
দেশে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর পাশ-ফেল উঠে যায়। অনেকে মনে করেছিলেন, পাশ-ফেল না ফিরলে সরকার ও সরকারি স্কুলে ছেলেমেয়েরা কী শিখছে, কতটা শিখছে তার মূল্যায়ন হচ্ছে না। বিভিন্ন সমীক্ষাতেও পাওয়া যাচ্ছিল, রাজ্য ও দেশের স্কুল পড়ুয়ারা নবম শ্রেণীতে পড়েও দ্বিতীয় শ্রেণির পড়া পারছে না। তাই অবিলম্বে পাশ-ফেল ফিরিয়ে আনার জন্য রাজ্যে অনেকেই সওয়াল করেছেন।