মার্চ ৫, ২০১৯
শব্দবিধি মেনে চলুন, সুন্দর পরিবেশ গড়ুন

শব্দদূষণের মাত্রা কমানোর জন্য শব্দবিধি মেনে চলুন
খোলা জায়গায় লাউডস্পিকার / অ্যামপ্লিফায়ার ব্যবহার করতে হলে সঙ্গে সাউন্ড লিমিটার লাগান ও প্রশাসনিক অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
‘ডিজে’ জাতীয় উচ্চ-কম্পাঙ্কের অ্যামপ্লিফায়ারর মুক্ত-আকাশে ব্যবহার থেকে বিরত খাকুন।
শিক্ষা প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালের চারিদিকের ১০০ মিটার পর্যন্ত এলাকা“শব্দ বর্জিত অঞ্চল” হিসাবে চিহ্নিত করা হয়েছে । এই অঞ্চলে মাইক ও হর্ন বাজানো এবং বাজি/পটকা ফাটানো কঠোরভাবে নিষিদ্ধ।
পশ্চিমবঙ্গের বনাঞ্চলগুলিতে লাউডম্পিকার বা মাইক্রোফোন বাজানো নিষিদ্ধ।
৯০ ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টিকারী বাজি বা পটকার (যেমনঃ চকলেট বোম, কালি পটকা, দোদোমা, রকেট বোম প্রভৃতি) বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ।
এয়ার হর্ন ব্যবহার খেকে বিরত থাকুন। পশ্চিমবঙ্গে এয়ার হর্নের ব্যবহার, বিক্রী ও মজুত আইনত নিষিদ্ধ।
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনও রফম লাউডস্পীকার / জনসম্ভাষণ ব্যবস্থা অথবা যে কোনও ধরণের উচ্চ শব্দ নির্গমনকারী ব্যবস্থা ব্যবহার করা আইনত নিষিদ্ধ।
ফাইল চিত্র