মার্চ ২, ২০১৯
মিউটেশন পদ্ধতি সহজ করল রাজ্য সরকার

জমি বাড়ির মিউটেশন করতে এবার আর কারোকে বিএলএলআরও অফিসে যেতে হবে না। মিউটেশন আবেদনপত্র আর লিখে ভরতে হবে না, জমির তথ্য অনলাইনে আপডেট হয়ে যাবে।
যদি নথিভুক্ত রায়াত এবং বিক্রেতা একই ব্যাক্তি হন এবং নথির বাকি প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিক হয়, তাহলে জমির সমস্ত তথ্য সরাসরি অনলাইনে আপডেট হয়ে যাবে।
যদি নথিভুক্ত রায়াত এবং বিক্রেতা ভিন্ন ব্যাক্তি হন কিন্তু, নথির বাকি প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিক হয়, তাহলেও জমির সমস্ত তথ্য সরাসরি অনলাইনে আপডেট হয়ে যাবে যদি ৩০ দিনের মধ্যে কোনও অবজেকশন না আসে।
উপরোক্ত দুটি ক্ষেত্রে যদি নথির বাকি প্রয়োজনীয় সমস্ত তথ্য না দেওয়া থাকে এবং বা, কোনও অবজেকশন জমা পড়ে, নথি সঠিক করা হবে হিয়ারিংএর মাধ্যমে।
হিয়ারিং নোটিসের জন্য www.banglarbhumi.gov.in ওয়েবসাইট দেখতে হবে।
যেসব জমি হস্তান্তর সম্ভব নয়, সেগুলির ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।
বিএলএলআরও অফিসের নথিতে যদি কোনও ভুল থাকে, আবেদন করতে হবে জেলার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বা ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভেসের ডিরেক্টর কে।
ক্রেতাকে কিছু নিয়ম মানতে হবে এই সুবিধাগুলি পেতেঃ
নথিভুক্ত ক্রেতা এবং জমির বিক্রেতাকে একই ব্যাক্তি হতে হবে
রেজিস্ট্রেশনের সময় মিউটেশন ফি জমা করতে হবে
রেজিস্ট্রেশনের আগে রিকুইজিশন ভরার সময়, ক্রেতা ও বিক্রেতার নাম, তাদের পিতার নাম লিখতে হবে
যে ঠিকানা এবং মোবাইল নম্বর প্রদান করা হয়েছে, তা সঠিক হতে হবে
যদি ক্রেতা একই মৌজায় রায়াতে নথিভুক্ত হন, তাকে সেই মৌজার বর্তমানের এলআর খতিয়ান নম্বর জানাতে হবে।
এই সুবিধা এখন পর্যন্ত শুধুমাত্র মৌজাতেই সম্ভব যেখানে চূড়ান্ত প্রকাশ সম্পন্ন হয়েছে।