সাম্প্রতিক খবর

মার্চ ১০, ২০১৯

৩০০০ কোটি টাকা বিনিয়োগে কুলপিতে বন্দর

৩০০০ কোটি টাকা বিনিয়োগে কুলপিতে বন্দর

৩০০০ কোটি টাকা বিনিয়োগ করে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে হুগলি নদীর তীরে গড়ে উঠবে নদী বন্দর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবের আইনি দিক, প্রযুক্তি ও জমির সংস্থান সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখার পর তাদের আবেদনে সাড়া দেওয়া হয়েছে। গত ৭ই মার্চ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের শিল্পমন্ত্রী ডঃ অমিত মিত্র।

অমিতবাবু বলেন, বন্দর গড়ার জন্য যে দুটি শর্ত রাজ্য সরকারের তরফে রাখা হয়েছিল, তা মেনে নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। তার একটি হল, কোনও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) সেখানে হবে না এবং অন্যটি কোনও জমি অধিগ্রহণ করা হবে না। বন্দর এবং বন্দর সংশ্লিষ্ট অনুসারী বিভিন্ন প্রকল্প মিলিয়ে সেখানে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

মন্ত্রিসভা এদিন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের নিয়ন্ত্রণে থাকা শিল্পতালুকে ১৭টি নতুন কারখানা গড়ার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। শিল্পমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত যন্ত্রপাতি, সেতু তৈরীর বিয়ারিং, স্টিলের আলমারি, প্রসাধন সামগ্রী, পোশাক ও আগরবাতি তৈরির কারখানা হবে। কর্মসংস্থান হবে পাঁচ হাজারেরও বেশি মানুষের। এর সঙ্গেই বোলপুরে বিশ্ব বাংলা ক্ষুদ্র বাজারে কাঁথাস্টিচ, শৌখিন গয়না এবং টেরাকোটার সামগ্রী বিক্রির জন্য ২৩টি স্টল বরাদ্দ করা হয়েছে।

 

প্রতীকী ছবি