সাম্প্রতিক খবর

মার্চ ১৭, ২০১৯

শিক্ষার উন্নয়নে রাজ্যের উত্তরণ

শিক্ষার উন্নয়নে রাজ্যের উত্তরণ

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৭ বছরে (২০১১ সালের মে মাস থেকে) বিদ্যালয় শিক্ষার বিভাগের বিভিন্ন উদ্যোগ থেকে উপকৃত রাজ্যের অসংখ্য ছাত্র-ছাত্রী।

বিভিন্ন উদ্যোগঃ

বিনামূল্যে পরিষেবাঃ

  • প্রতি বছর প্রায় ২ কোটি ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক
  • ৬টি ভাষায় (বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ও ইংরেজি)পাঠ্যপুস্তক
  • এ পর্যন্ত প্রায় ৭ কোটি ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় পোশাক
  • প্রায় ৬০ লক্ষ ছাত্র-ছাত্রীকে স্কুলব্যাগ
  • ৫০ লক্ষের বেশী ছাত্র-ছাত্রীকে পথের সাথী প্রকল্পে জুতো
  • ২ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় উপকরণ
  • ২.৮ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে যাতায়াত ভাতা
  • ২.৩ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে সহচর ভাতা
  • ১ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রীকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
  • ৮৪,০০০ বিদ্যালয়ে (এসএসকে/এমএসকে ইত্যাদি সহ) মিড-ডে মিল
  • ১ কোটি ১৫ লক্ষ ছাত্র-ছাত্রীর জন্য বিদ্যালয়ে দৈনিক মিড-ডে মিল
    মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার
  • সাঁওতালি ভাষায় (অলচিকি হরফ) শিক্ষার উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ-এ বিশেষ সেল