সাম্প্রতিক খবর

মার্চ ৮, ২০১৯

মহিলাদের শিক্ষা ও ক্ষমতায়নে রাজ্য সরকারের উদ্যোগ

মহিলাদের শিক্ষা ও ক্ষমতায়নে রাজ্য সরকারের উদ্যোগ

গত আট বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকার মহিলাদের শিক্ষা প্রদান থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্যে নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। পূর্ব ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বাংলায়।

আজ আন্তর্জাতিক নারী দিবসে দেখে নেওয়া যাক সেরকমই কয়েকটি উদ্যোগ:

কন্যাশ্রী: সারা রাজ্যে “কন্যাশ্রী” ৫৬ লক্ষেরও বেশী মেয়ের নাম এই প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে

২০১৭ সালে ৬২টি দেশের ৫৫২টি বিভিন্ন প্রকল্পকে পেছনে ফেলে রাষ্ট্রসংঘের পুরস্কার জেতে কন্যাশ্রী প্রকল্প।

সবুজ সাথীঃ স্কুল যাতায়াত সহজ করতে ৩৭ লক্ষ মেয়েদের সাইকেল দেওয়া হয়েছে।

রূপশ্রী প্রকল্প: আর্থিকভাবে দুর্বল পরিবারের কন্যাদের বিয়ে দিতে আর্থিক সাহায্যের জন্য ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১.২৬ লক্ষ মেয়েকে মোট ৩২০ কোটি টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়েছে এই প্রকল্পে।

মহিলা বিশ্ববিদ্যালয়: এই মুহূর্তে রাজ্যে দুটি মহিলা বিশ্ববিদ্যালয় আছে- ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়।