সাম্প্রতিক খবর

অগাস্ট ১৫, ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী

আজ কলকাতার রেড রোডে ৭৩তম স্বাধীনতা দিবস পালন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘‌গণতন্ত্রই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ’‌। পাশাপাশি দেশকে বিভক্ত না করার বিষয়ে শপথ নেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।

সমাজ সচেতনতার বার্তা, জল অপচয় বন্ধ কিংবা পরিবেশ দূষণ কমানোর উপায় – এই প্রথম স্বাধীনতা দিবসের ট্যাবলোয় জায়গা করে নিল এমনই সব ইস্যু।

অনুষ্ঠানে ৮ পুলিশকর্তাকে পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। ওই পুলিশ কর্তারা হলেন, সঞ্জয় সিং (এডিজি দক্ষিণবঙ্গ), বিনীত গোয়েল (ডিরেক্টর অফ সিকিওরিটি), মনোজ ভার্মা, সিপি, বারাকপুর, সন্তোষ পাণ্ডে, ডিসি ট্রাফিক, সি সুধাকর, উঃ২৪ পরগনার এসএসপি কোঅর্ডিনেশন, মিরাজ খালিদ, ডিসি সাউথ ও শ্যাম সিং, পুলিশ সুপার, বীরভূম৷এরপরই শুরু হয় প্রথামাফিক কলকাতা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ।

‘মোদের গর্ব বাংলা’ এই থিমকে সামনে রেখে এবারের অনুষ্ঠান হয়। কলকাতা পুলিশের কুচকাওয়াজ ছাড়াও একাধিক মন্ত্রকের ট্যাবলোও রেড রোডে দেখা যায়। একের পর এক সুসজ্জিল ট্যাবলোতেও ছিল চমক আর অভিনবত্ব। জল ধরো-জল ভরো, কন্যাশ্রী, জল অপচয় নয়, পরিবেশ রক্ষা, স্বনির্ভরতা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, ক্রীড়া দপ্তর থেকে তথ্য ও সংস্কৃতি বিভাগের বর্ণাঢ্য ট্যাবলো তো ছিলই। সঙ্গে জোর দেওয়া হয় পথ নিরাপত্তা ও পরিবেশ সচেতনতায়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “স্বাধীনতা দিবসে আমাদের মহান দেশকে প্রণাম। সকল দেশবাসী ও মহিলাদের জানাই  শুভেচ্ছা। রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আমাদের সকলকে রক্ষা করতে হবে। এই অধিকার যদি কেড়ে নেওয়া হয়, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে তা ফিরিয়ে নেওয়ার জন্য। গণতন্ত্র আমাদের এক অমূল্য সম্পদ। আসুন আমরা শপথ নিই যে আমরা দেশকে ভাগ করব না, বরং ঐক্য বজায় রাখবো। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলে ভারতীয়। আমাদের সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন”।