সাম্প্রতিক খবর

মে ১২, ২০১৮

আজ '৫টায় পঞ্চায়েতে' অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ '৫টায় পঞ্চায়েতে' অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল চিরকালই ‘৩৬০ ডিগ্রি কমিউনিকেশন’ পন্থায় বিশ্বাসী। দেওয়াল লিখন থেকে শুরু করে মিটিং মিছিল, ঘরে ঘরে প্রচার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ব্যবহার – সব দিকেই সমান জোর দেয় তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও অন্যথা হয়নি।

জনগণের কাছে সরকার ও দলের বার্তা পৌঁছতে এবার অনলাইন প্রচারে অভিনব উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। ৩০ এপ্রিল থেকে গত ১২ দিন বিকেল ৫টায় ফেসবুক লাইভে হাজির ছিলেন দলের তাবড় নেতামন্ত্রীরা।

দর্শকদের কাছ থেকে যে ব্যাপক প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তাতে আমরা আপ্লুত। আমরা বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ।

আজ ‘৫টায় পঞ্চায়েতের’ বক্তা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধির কারণে আজ লাইভ আধঘন্টা আগে ৪:৩০ টায়।