April 13, 2016
A response from the Trinamool Congress to Sonia Gandhi #BengalPolls
Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson
Soniaji,
We have always been very restrained when it comes to criticising you. We have strived to maintain decency and decorum and never attacked you personally, despite political differences and vitriolic and hostile words used against the Trinamool Congress and Mamata Banerjee by your Congress underlings.
But now, after listening to what you said in your #BengalPolls campaign meeting, you have tested the limits of our politeness. And compelled us to react. How could you – how dare you, we would say – compare Mamata Banerjee to Narendra Modi? How could you even concoct something as devious and ridiculous as that? This is sad and unfortunate, it is also petty and speaks for political desperation. The lengths people stoop to, to try and score cheap points in election season …
We know why you said what you did today. The circle is now complete: Sonia and Modi are on the same side. Mamata Banerjee is on the other side. In Bengal your party is a facsimile of the Communists. In Delhi, you play along with the BJP government. No wonder the National Herald case is “under control”. No wonder the promised investigations against UPA ministers and your associates have not materialised. The Sonia-Modi arrangement is so neat, it has reduced national politics to a protection racket.
And in Kolkata, the pot calls the kettle black …
তৃণমূল কংগ্রেস-এর জবাব সোনিয়া গান্ধিকে
জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি
সোনিয়াজী,
আমরা যখনই আপনার সমালোচনা করেছি, বরাবরই খুবই সংযত থেকেছি আমরা। কংগ্রেস-এর কিছু নেতাদের তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়-কে প্রবলভাবে আক্রমণ করা সত্ত্বেও আমরা কিন্তু কখনই আমাদের শালীনতার মাত্রা ছাড়িয়ে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি।
কিন্তু আজ বাংলায় নির্বাচনী জনসভায় এসে আপনি যা বলেছেন, তা শুনে আমাদের মনে হয়েছে যে আমাদের ধৈর্যের সব সীমা অতিক্রম করেছেন আপনি। বাধ্য করেছেন আমাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে। কি করে পারলেন – বরং কোন সাহসে পারলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করতে নরেন্দ্র মোদীর সঙ্গে? কি করে পারলেন এরকম হাস্যকর কিছু ভাবতে? গোটা ব্যাপারটা খুবই দুঃখজনক। বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দিক দিয়ে বেপরয়া হয়ে এমন বলেছেন আপনি। তাই বলে ভোটের মরশুমে এত নীচে নামা…
আমরা জানি আজ আপনি যা বলেছেন, ঠিক কেন বলেছেন। বৃত্তটি এত দিনে সম্পূর্ণ হল – বোঝাই যাচ্ছে সোনিয়া এবং মোদী রয়েছেন একই দিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অন্য দিকে। বাংলায় আপনার দল তো মার্কসবাদীদের সঙ্গে পুরোপুরি সমার্থক হয়ে উঠেছে। আর দিল্লিতে আপনারা বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন। তাই বোধয় ন্যাশনাল হেরাল্ড কেসে এখন “সব ঠিকঠাক”। ইউপিএ সরকারের কিছু মন্ত্রীদের বিরুদ্ধেও তো কোন ব্যবস্থা নেওয়া হল না। এই সোনিয়া-মোদী পরিপাটি ব্যবস্থা জাতীয় রাজনীতিকে শুধু একটা পরিহাসে রূপান্তরিত করেছে।