July 4, 2014
কলকাতায় আটটি নয়া থানার পরিকল্পনা, এখন তৈরি হবে চারটি

লেক থানার মুখাপেক্ষী হয়ে আর থাকতে হবে না ১৯২ একরের ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবরকে। রবীন্দ্র সরোবর নামে একটি থানা তৈরি হচ্ছে। লেক থানা ভেঙে ওই থানা তৈরির প্রস্তাব অনুমোদন করেছে স্বরাষ্ট্র দফতর।
লেক থানা ঢাকুরিয়া সেতুর নীচে। ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবরের উত্তরে আব্দুল রসুল অ্যাভিনিউ ঘেঁষা চত্বরে গোলমালের খবর পেলে লেক থানা থেকে সেখানে পৌঁছতে প্রায় ১৫ মিনিট লেগে যায়। সব সমস্যা সামাল দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় নির্জন হয়ে যাওয়া সরোবরে প্রহরা ও টহলদারির বন্দোবস্ত করতে হিমসিম খায় পুলিশ। সেই সঙ্গে পণ্ডিতিয়া বা মনোহরপুকুর রোডের মতো এলাকা লেক থানার আওতাভুক্ত হয়ে থাকা আদৌ বাস্তবসম্মত নয় বলেই পুলিশের মত।
অন্য দিকে, আমহার্স্ট স্ট্রিট থানা ভেঙে বিদ্যাসাগর, কড়েয়া থানা ভেঙে বন্ডেল গেট ও মানিকতলা থানা ভেঙে কাঁকুড়গাছি থানা তৈরির জন্যও স্বরাষ্ট্র দফতর অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র দফতর বলেছে, দু`টি পর্যায়ে নতুন চারটি থানা হবে। পুলিশকে অগ্রাধিকার অনুযায়ী প্রস্তাবিত চারটি থানার তালিকা তৈরি করতে বলেছে স্বরাষ্ট্র দফতর। প্রথমে রবীন্দ্র সরোবর ও বিদ্যাসাগর, দ্বিতীয় পর্যায়ে কাঁকুড়গাছি ও বন্ডেল গেট থানা তৈরি করতে চাইছে লালবাজার।
রবীন্দ্র সরোবর ও বিদ্যাসাগর থানার পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি। গোলপার্কের কাছে যেখানে ছিল গড়িয়াহাট থানা, সেখানেই রবীন্দ্র সরোবর থানা তৈরি হতে পারে। এখন ওই জায়গায় র্যাফ-এর কার্যালয়। আবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, বর্তমানে ফাঁকা পড়ে থাকা কয়েকটি ঘর নিয়েও থানা তৈরি করা যেতে পারে। বিদ্যাসাগর থানার জন্য আমহার্স্ট স্ট্রিট থানা চত্বরেই জায়গা নির্দিষ্ট রয়েছে।
সম্ভবত পুজোর মুখেই রবীন্দ্র সরোবর ও বিদ্যাসাগর থানা তৈরি হচ্ছে। পুরনো থানা ভেঙে যত নতুন নতুন থানা হবে, ততই পুলিশের কাজের সুবিধে, মানুষেরও হ্যাপা কম। পরবর্তী পর্যায়ে উল্টোডাঙা থানা ভেঙে বেলগাছিয়া এবং যাদবপুর ভেঙে গল্ফ গ্রিন, হরিদেবপুর ভেঙে বড়িশা ও কসবা ভেঙে রাজডাঙা থানা হওয়ার কথা। সেই হিসেবে কলকাতা পুলিশের মোট থানার সংখ্যা দাঁড়াবে ৭৭।
নতুন এত থানার জন্য পর্যাপ্ত পুলিশকর্মী কোথা থেকে পাওয়া যাবে? যেখানে থানা-পিছু একশো থেকে দেড়শো অফিসার এবং কনস্টেবল ও পুলিশকর্মী প্রয়োজন। রিজার্ভ ফোর্স, ব্যাটালিয়ন-সহ বিভিন্ন জায়গার অফিসার ও কর্মীদেরই প্রাথমিক পর্যায়ে নতুন থানাগুলিতে নিয়ে যাওয়া হবে। পরে তাঁদের জায়গায় নতুন অফিসার ও কনস্টেবল নিয়োগ করা হবে।