সাম্প্রতিক খবর

মার্চ ১২, ২০১৯

লোকসভা নির্বাচনে ৪০.৫ শতাংশ মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেসের

লোকসভা নির্বাচনে ৪০.৫ শতাংশ মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেসের

লোকসভা নির্বাচনের ঢাকে পড়ল কাঠি। আজ কালীঘাটে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ৪০.৫ শতাংশ মহিলা প্রার্থী। এর আগে তৃণমূল সাংসদ ছিল ৩৫ শতাংশ। দেখে নেওয়া যাক এবারের মহিলা লোকসভা প্রার্থীদের তালিকা।

  • বালুরঘাট আসনে – অর্পিতা ঘোষ
  • মালদহ উত্তর আসনে – মৌসম নুর
  • কৃষ্ণনগর আসনে – মহুয়া মৈত্র
  • রানাঘাট আসনে – রূপালি বিশ্বাস
  • বনগাঁ আসনে – মমতা বালা ঠাকুর
  • বারাসাত আসনে – কাকলি ঘোষ দস্তিদার
  • বসিরহাট আসনে – নুসরত জাহান
  • জয়নগর আসনে – প্রতিমা মণ্ডল
  • যাদবপুর আসনে – মিমি চক্রবর্তী
  • কলকাতা দক্ষিণ আসনে – মালা রায়
  • উলুবেড়িয়া আসনে – সাজদা আহমেদ
  • হুগলী আসনে – ড রত্না দে নাগ
  • আরামবাগ আসনে – অপরূপা পোদ্দার
  • ঝাড়গ্রাম আসনে – বীরবাহা সোরেন
  • বর্ধমান-দুর্গাপুর আসনে – ড মমতাজ সঙ্ঘমিতা
  • আসানসোল আসনে – শ্রীমতি দেব বর্মা (মুনমুন সেন)
  • বীরভূম আসনে – শতাব্দী রায়