Latest News

April 5, 2016

100 Days’ Work Scheme: Bengal leading the way in India

100 Days’ Work Scheme: Bengal leading the way in India

The progress that rural Bengal has made during the first term of the Trinamool Congress Government is unprecedented. The people are prospering like never before. The State has made tremendous achievements in the 100 Days’ Work Scheme.

The Panchayat and Rural Development Department has ensured more job security and creation of durable assets. The State Plan expenditure has increased over five times to Rs 38,214.14 crore during 2011-2016, as compared to that during 2006-11.

100 Days’ Work Scheme

There has been more than two times rise in the expenditure incurred under Mahatma Gandhi National Rural Employment Generations Scheme (MGNREGS), also known as the 100-Days’ Work Scheme, during 2011-15, to Rs 18,742.72 crore, as compared to that during 2007-11. A total of 95.73 crore person-days were generated during 2011-16.

The State has achieved unique milestones under this scheme. West Bengal reached its peak during 2013-14 by generating 23.15 crore person-days, the highest in the country. In 2014-15, owing to non-availability of adequate fund from the Government of India like in the previous year, only 16.77 crore person-days could be generated although in terms of expenditure the State retained its premier position with an expenditure of Rs 4,014.89 crore and a pending liability of Rs 1,823.12 crore.

Women’s participation in MGNREGS has increased to 41%, which is an all-time high in the State. The other major achievements lie in a series of innovative activities including mango orchards in Bankura and Purulia districts, support to Indira Awas Yojana housing, cowshed, goatery and poultry sheds under Individual Benefit Schemes, reclamation of land, leading to productivity enhancement, and convergence with different programmes of other departments.

Due to an outstanding convergence model, Lego Gram Panchayat in Bankura district received a national award for overall and effective performance in MGNREGS during 2012-13. Convergence in MGNREGS is now attempted in a big way and different departments are pumping in their resources to enhance productivity through combined initiatives.

Thus we see that West Bengal has made tremendous progress in rural development. It is now one of the top performers in the country.

 

একশো দিনের কাজের প্রকল্প : বাংলা পথ দেখাচ্ছে গোটা দেশকে

তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম মেয়াদে গ্রাম বাংলায় আনা উন্নয়ন এক কথায় নজিরবিহীন। মানুষের অভ্যুত্থান অভূতপূর্ব। রাজ্য ১০০ দিনের কাজের প্রকল্পে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ আরও চাকরির নিরাপত্তা নিশ্চিত করেছে। এই খাতে রাজ্যের পরিকল্পিত  ব্যয় ২০০৬-১১ থেকে পাঁচগুণ বেড়ে ২০১১-১৬ সময়কালে হয়েছে ৩৮,২১৪.১৪ কোটি টাকা।

১০০ দিনের কাজের প্রকল্প

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (MGNREGS) বা ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যয় ২০০৭-১১-র তুলনায় ২০১১-১৫ সালে দুগুন বেড়ে হয়েছে ১৮,৭৪২.৭২ কোটি টাকা।২০১১-১৬ সময়কালে মোট ৯৫.৭৩ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়।

রাজ্য এই পরিকল্পনা অনন্য সব মাত্রা  ছুঁয়েছে। রাজ্য ২০১৩-১৪ সময়কালে ২৩.১৫ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ভারত সরকারের কাছ থেকে আগের বছরের মতো পর্যাপ্ত তহবিল না আসায়, ২০১৪-১৫ সময়কালে মাত্র ১৬.৭৭ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে।

MGNREGS প্রকল্পে নারীদের অংশগ্রহণ বেড়ে হয়েছে ৪১ শতাংশ, যা সর্বকালের সেরা। অনান্য সাফল্য এসেছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। এদের মধ্যে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় আম বাগান, ইন্দিরা আবাস যোজনায় সাহায্য, পৃথক সুবিধা প্রকল্পের অধীনে গোয়ালঘর, ছাগল, হাঁস ও মুরগির বাসস্থান নির্মান, জমি উদ্ধার, এবং অনান্য সরকারী অনুষ্ঠানের সঙ্গে মিলিত হওয়ার প্রক্রিয়া।

একটি অসামান্য মডেল রূপে বাঁকুড়া জেলার লেগো গ্রাম পঞ্চায়েত MGNREGS প্রকল্পে ২০১২-১৩ সালে সামগ্রিক কর্মক্ষমতার জন্য একটি জাতীয় পুরস্কার পায়।

সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নে অসাধারণ অগ্রগতি এনেছে। এই রাজ্য এখন দেশে শীর্ষস্থানীয়।