Latest News

January 21, 2021

১৫ লক্ষ বিধবা ভাতা ও পেনশনের আবেদনে অনুমোদন দিল রাজ্য সরকার

১৫ লক্ষ বিধবা ভাতা ও পেনশনের আবেদনে অনুমোদন দিল রাজ্য সরকার

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, উদ্বাস্তুদের যোগ্য মর্যাদা দেওয়া হবে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে, রাজ্যের সব নার্সিংহোম এবং হাসপাতাল আবশ্যিক ভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়া, ১৫ লাখ বিধবা ভাতা ও পেনশনের আবেদনে অনুমোদন দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৬০ বেডের হাসপাতাল ছিল, বেড সংখ্যা বাড়িয়ে ২৫০ করা হচ্ছে

আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের চতুর্থ পর্যায় চলবে। কিন্তু মানুষের আরও আগ্রহ, ইচ্ছাপ্রকাশ দেখে এবং যারা দেরিতে এই প্রকল্পের বিষয়ে জানতে পেরেছেন, তাদের কথা মাথায় রেখে আরও এক দফায় এই কর্মসূচি চলবে। আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারএর ৫ম পর্যায়ের কর্মসূচি চলবে

এখনও পর্যন্ত দু’কোটির বেশি মানুষ ‘দুয়ারে সরকার’-এর শিবিরে হাজির হয়েছেন। ৭৫ শতাংশ ক্ষেত্রেই আবেদনের কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ ৭৫ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন

বিধবা ভাতা এবং পেনশনের জন্য ১৫ লাখ আবেদন জমা পড়েছিল। ১০০ শতাংশ আবেদনেই অনুমোদন দিল রাজ্য সরকার। আগামিকাল সেই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে

কথা দিয়েছিলাম উদ্বাস্তুদের যোগ্য মর্যাদা দেব। আমরা রাজ্যের বিভিন্ন জায়গা ধরে সার্ভে করে প্রতিটি কলোনিকে স্বীকৃতি দিচ্ছি। গত দু’বছরে ২১৩ উদ্বাস্তু কলোনিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনও উদ্বাস্তু বাদ যাবেন না

৩০ হাজার পাট্টা দিয়ে দিয়েছি। ১২০০০ তৈরী আছে, যেকোনো সময় বিলি করা হবে। আরো ৩১ টি কলোনিকে অনুমোদন দিলাম ৩৮৪০ জন পাট্টা পাবে। অতএব ইতিমধ্যেই মোট ২ লক্ষ ৭৯ হাজার পাট্টা ইস্যু হয়েছে। মতুয়ারাও পাট্টা পাবেন, ইতিমধ্যেই অনেকে পেয়েছেন

আমাদের কাছে খবর এসেছে, কেন্দ্রীয় সরকারের কিছু দফতর উচ্ছেদের নোটিস দিয়েছিল। কিন্তু আমরা বলছি, কাউকে এ ভাবে উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তুরা অধিকার মতো জমির পাট্টা পাবেন

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে প্রায় ২১ হাজার স্কুল

অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ব্যাগ, বই, জুতো দেওয়া হয়

১০০ শতাংশ স্কুলে মিড ডে মিল চালু যা কোভিডের সময়েও বন্ধ হয়নি

স্কুল ছুটের হার মোট ৯%

রাজ্যে ৪২২ টি সাঁওতালি মিডিয়াম স্কুল, ১৫৬১ টি হিন্দি মিডিয়াম স্কুল, ৪৮২ টি উর্দু মিডিয়াম স্কুল, ৩৬৭ টি নেপালি মিডিয়াম স্কুল, ৩৪ টি ওড়িয়া মিডিয়াম স্কুল, ২৫ টি তেলেগু মিডিয়াম স্কুল আছে

গত ২ বছরে ১২১ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরী হয়েছে। এরাজ্যে মোট ৭৫০ টি ইংরেজি মাধ্যম স্কুল আছে, আগামীদিনে আরও হবে

রাজ্যে তৈরি হয়েছে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয়, ১৪টি নতুন মেডিক্যাল কলেজ, ৫১টি নতুন কলেজ, ৭ হাজার নতুন স্কুল, ২৭২টি আইটিআই এবং ১৭৬টি পলিটেকনিক কলেজ

ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে ২.৪০ কোটি ছাত্রছাত্রী

শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে ৯০ লক্ষ তপশিলি ও আদিবাসী ছাত্রছাত্রী

স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পেয়েছে ৫.৫০ লক্ষ

কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৭০ লক্ষ ছাত্রছাত্রী

সিলিকন ভ্যালির জন্য এই এস এই কে অল্প মূল্যে নিউটাউনে জমি দেওয়া হয়েছে

‘স্বাস্থ্যসাথী কার্ডে নতুন রেট করতে বলা হয়েছে। একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবে। রেট ফ্লেক্সিবল করা হবে, যাতে সকলেই সুবিধা পান

নার্সিংহোম এবং হাসপাতালগুলিকে অনুরোধ করব সামাজিক সুরক্ষা দিতে। অনেকে সুবিধা পাচ্ছেন, আশীর্বাদ করছেন। ১০ হাজারে একটা ভুল হচ্ছে। ভুল সংশোধন করে নেওয়া হবে। আসল কথা কেউ বলছে না, যারা সুবিধা পাচ্ছে তাদের কথা বলছে না. সব কিছুতে রাজনীতি করা উচিত নয়

এই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘‘সকল নার্সিংহোম এবং হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আবশ্যিক ভাবে থাকবে। যত খরচ হবে তার জন্য যাতে অতিরিক্ত টাকা বরাদ্দ থাকে সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পর্যালোচনা করবে কমিটি।’’