Latest News

January 23, 2021

কলকাতাকেও রাজধানী করা হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতাকেও রাজধানী করা হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১২.১৫ মিনিটে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তির সামনে সাইরেন বাজিয়ে হল তাঁর জন্মমুহূর্ত স্মরণ করল রাজ্য সরকার।

সেই অনুষ্ঠানে হাজির হয়ে নিজে শাঁখ বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

  • নেতাজির ফৌজে সর্বধর্মের মানুষ ছিলেন। দেশের হয়ে লড়ছি, এটাই ছিল ওঁর সিদ্ধান্ত। ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুলের বিপক্ষে ছিলেন তিনি।
  • নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করতেই হবে। আজও নেতাজির জন্মদিন জাতীয় ছুটির দিন বলে ঘোষণা হয়নি।
  • নেতাজির প্ল্যানিং কমিশন কেন তুলে দেওয়া হল? নীতি আয়োগ তো প্ল্যানিং কমিশন রেখেও করা যেত।
  • বহু টাকায় বিমান কিনছেন, ১৪ হাজার কোটি টাকা দিয়ে আপনারা সংসদ তৈরি করছেন, যার এখনই কোনও প্রয়োজন ছিল না। অথচ, একবারও তো বলেননি আজাদ হিন্দ ফৌজ নিয়ে সৌধ করা উচিত। আমরা দেখিয়ে দেব কী করে করা যায়
  • আমরা আজাদ হিন্দ স্মারক স্তম্ভ তৈরি করব
  • আমি রাজীব গান্ধীকে দিয়ে এয়ারপোর্টে নাম করিয়েছিলাম নেতাজির নামে। নেতাজির বই বাধ্যতামূলক করা উচিত স্কুল–কলেজে। তরুণের স্বপ্নকে সিলেবাসে রাখা হোক
  • পরাক্রম দিবস কেন? পরাক্রম মানে কী? আমায় একবার জিজ্ঞেস করতে পারতেন। আচ্ছা, আমায় না হয় ছেড়ে দিন, কোন শব্দ ব্যবহার করা উচিত সেটা সুগত বাবুদের জিজ্ঞাসা করতে পারতেন। আমরা এই দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালন করব
  • দয়া ভিক্ষার ওপর নির্ভর করেন না নেতাজি। ভোটের আগে একবার নয়, চিরকাল নেতাজি পরিবারের সঙ্গে থাকি
  • এক নেতা, এক দেশ, এক দল, এর কী ভ্যালুয়েশন রয়েছে? এ কথার মানে কী? একতাই মূলমন্ত্র, তা আমরা মনে করি। নেতাজি কখনও বলেননি দেশকে টুকরো টুকরো করে দাও…ইতিহাস ভুলিয়ে দিলে চলবে না। নেতাজির নাম নিলে হৃদয়ে আবেগের জন্ম হয়। নেতাজিকে উপলব্ধি করতে হয়
  • শুধু দিল্লিই কেন দেশের রাজধানী হবে? কলকাতাকেও ভারতের রাজধানী করা হোক। দেশের ৪ শহরকে ঘুরিয়ে ঘুরিয়ে রাজধানী করা হোক। দক্ষিণ, পূর্ব, উত্তর, উত্তর-পূর্বে একটা করে রাজধানী করা হোক। দেশের চার জায়গায় সংসদের অধিবেশন হওয়া উচিত
  • কলকাতা ভারতের রাজধানী হোক কারণ হল আমাদের স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের জন্মদাতা ছিল বাংলা, বিহার। নবজাগরণ শুরু হয়েছে বাংলা থেকে। বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ প্রথা নিবারণ— ভারতবর্ষের এ সব সামাজিক সংস্কারের জন্ম হয়েছে বাংলা থেকে। তাই বাংলা সইবে না কোনও অবহেলা। বাংলা মাথা নীচু করতে জানে না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে