September 25, 2017
24-hour control room to be set up at Nabanna during Durga Puja

To address any untoward, or otherwise, situation during Durga Puja, the Bengal Government has decided to set up a 24-hour control room at the state secretariat, Nabanna.
The control room will operate from September 26 (Shashthi) to October 5 (Lakshmi Puja). The police will also set up a control room at Nabanna.
The number to be dialled is (033) 22143526. Anyone can call up to inform about any incident. Immediate action would be taken.
The State Government’s control room would be headed by a joint secretary-level officer and an officer from the State Disaster Management Department.
পুজোয় নবান্নে কন্ট্রোল রুম
পুজোয় যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যাবস্থা নিতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই বিশেষ কন্ট্রোল রুম কাজ করবে। পাশাপাশি পুলিশেরও একটি বিশেষ কন্ট্রোল রুম নবান্নে চালু থাকবে।
সমস্যায় পড়লে যে কেউ ২২১৪ ৩৫২৬ নম্বরে ফোন করে তা জানাতে পারবেন।
অভিযোগ জানার পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে জানানো হয়েছে। একজন যুগ্মসচিব পর্যায়ের অফিসার এবং একজন বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসারের অধীনে কাজ করবে এই কন্ট্রোল রুম।
Source: Bartaman