September 24, 2017
22 more Sufal Bangla stalls set up

With Durga Puja at our doorsteps, the Bengal Government has brought another good news for the people of the state. Twenty two mobile Sufal Bangla stalls were inaugurated in Kolkata and its suburbs on September 21.
The USP of the Sufal Bangla stalls is price: vegetables are available at rates cheaper than in the open market. All types of vegetables are available at these stalls, run by the Agriculture Marketing Department.
Already, 16 permanent and 29 mobile stalls have been set up under the brand of Sufal Bangla. Now, 22 more have been set up.
পূজোর আগেই নতুন ২২ স্টল সুফল বাংলার
উৎসবে রাজ্যবাসীর দোরগোড়ায় পৌঁছে গেল সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। দ্বিতীয়ার দিনেই এই সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ২১সে সেপ্টেম্বর শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় চালু হল ২২টি নতুন সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। ইতিমধ্যেই কৃষি বিপণন দপ্তরের ১৬টি স্থায়ী এবং ২৯টি ভ্রাম্যমাণ সুফল বাংলার স্টল চালু করা হয়েছে। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সুফল বাংলার স্টলগুলিতে বাজারের থেকে কম মুল্যে নানান ধরনের সবজি থেকে চাল, জ্যাম থেকে দই, পায়েস এমনকি নানান ধরনের মাংসও পাওয়া যাচ্ছে। পুজোর আগে ২২টি নতুন ভ্রাম্যমাণ স্টল চালু হওয়ার খবরে স্বাভাবতই খুশি সাধারন মানুষ।
এই স্টলগুলির জন্য কলকাতাকে বিভিন্ন রুটে ভাগ করে নেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতা সহ বিধাননগর, নিউটাউন এলাকার বিভিন্ন জায়গায় সুফল বাংলার এই ভ্রাম্যমাণ স্টলগুলি ঘুরে বেড়াচ্ছে।
কৃষি বিপণন মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল এই সুফল বাংলা। স্থায়ী ও ভ্রাম্যমাণ স্টলগুলি থেকে যেভাবে আমরা বিপুল পরিমানে সাড়া পেয়েছি, তার থেকেই দপ্তর সর্বতোভাবে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও বেশী সংখ্যক মানুষ যেন সুফল বাংলার সুফল ভোগ করতে পারেন, তার জন্য আমরা সব ধরনের প্রয়াস চালাচ্ছি।”
মাদার ডেয়ারির সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে কৃষি বিপণন দপ্তর। সুফল বাংলার স্থায়ী ও ভ্রাম্যমাণ স্টলগুলিতে এইবার বিশেষ আকর্ষণ হিসেবে পাওয়া যাচ্ছে কোয়েলের মাংস। মুর্গীর মাংস তো থাকছেই, টার্কির মাংস, কচি পাঁঠার মাংসও এবার পুজোর বাজার মাতাবে বলে নিশ্চিত কৃষি বিপণন দপ্তরের আধিকারিকেরা।
Source: Khabar 365 Din