September 22, 2017
State Govt to invest Rs 300 cr for Andal Airport

The Bengal Cabinet, during a meeting headed by Chief Minister Mamata Banerjee, has given its nod to infuse Rs 300 crore for the revival of Andal Airport.
Bengal Aeorotropolis Projects Limited (BAPL) has stakes of the State Government and other private players. With the infusion of the Rs 300 crore, the State Government’s share in BAPL has increased from 11 percent to 26 percent.
With this initiative, the airport will become at par with other airports. With the increase of traffic at the Netaji Subhas Chandra Bose International Airport in Kolkata, there is a need to develop other airstrips to ensure that flight services remain unaffected.
It may be mentioned that after the change of guard in the state, the government had a taken series of steps to improve air connectivity in the State.
অন্ডাল বিমানবন্দরে ৩০০ কোটি লগ্নির সিদ্ধান্ত রাজ্যের
অন্ডাল বিমানবন্দরে নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর পড়েছে। অন্ডাল বিমানবন্দর প্রকল্পে রাজ্যের ১১% অংশীদারিত্ব ছিল। ৩০০ কোটি টাকা বিনিয়োগের পর তা বেড়ে ২৬% হবে।
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দ্বিতীয় একটি বিমানবন্দর না হলে অদূর ভবিষ্যতে কলকাতা থেকে বিমানে যাতায়াত খুবই জটিল হয়ে পড়বে। সে জন্যই এই সিদ্ধান্ত।”
নবান্নের এক কর্তা জানান, রাজ্যের অংশীদার ২৬% হওয়ায় বেশ কিছু ক্ষমতাও রাজ্যের হাতে আসছে। এর মধ্যে প্রধান হল, বিমানবন্দরের বোর্ড অব ডিরেক্টরসে দু’জন সদস্য থাকবে রাজ্য সরকারের। ‘ভেটো’ দেওয়ার ক্ষমতাও থাকবে রাজ্যের হাতে।
রাজ্যের মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে একটি উচ্চস্তরীয় কমিটিও তৈরি করা হবে। যে কমিটি আর্থিক লেনদেন-সহ বিমানবন্দরের অডিট ও অন্যান্য পরিচালন পদ্ধতির উপরে নজরদারি করবে।
ডিজিসিএ অন্ডাল বিমানবন্দরে উড়ান শুরুর অনুমতি দেয় ২০১৫ সালে।
Source: Millennium Post