September 18, 2017
Tea garden workers should be given Puja bonuses: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a media interaction at Nabanna today after a meeting between the State Government and representatives of Gorkha Janmukti Morcha (GJM). The meeting was called by the State’s Chief Secretary to discuss issues regarding the tea gardens in the hills.
The Government has asked all concerned parties, including the garden owners, the unions and tea associations, to reopen the tea gardens and pay the workers the bonus due to them. Another meeting would be held on September 21 in Siliguri with the Labour Commissioner to finalise these issues.
The Chief Minister said the government wanted to know from the Hill leaders how the people in the Hills were faring. She said the situation in the region had improved now. The State Government has always wanted development and peace in the Hills. She wished her brothers and sisters in the Hills well.
Mamata Banerjee also offered her greetings to the people on the occasion of Durga Puja. The inauguration of various pandals started from today.
চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হোকঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজ মুখ্য সচিব একটি বৈঠক ডেকেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। চা বাগান নিয়ে আলোচনা হয়েছে”।
চা বাগান খুলে দিতে ও শ্রমিকদের বোনাস দিতে বলা হয়েছে। আগামী ২১ তারিখ একটি বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমরা জানতে চেয়েছি পাহাড়ের মানুষজন কেমন আছেন। পাহাড় এখন অনেক স্বাবাভিক হয়ে গেছে। আমরা পাহাড়ের উন্নয়ন চাই, শান্তি চাই। পাহাড় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পাহাড়ের ভাই বোন ভালো থাকুক”।
তাঁর কথায়, “কোনরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে”।