Latest News

September 16, 2017

Maintain peace and harmony during Durga Puja, Muharram, urges CM

Maintain peace and harmony during Durga Puja, Muharram, urges CM

Bengal Chief Minister Mamata Banerjee has urged the people of the state to maintain peace and harmony during Durga Puja and Muharram. Formally announcing that visarjan on Dashami will now be allowed up to 10 pm, but will not be allowed the next day because of Muharram, she said some persons had been deliberately twisting the festive spirit and efforts to maintain peace by spreading misinformation and mischievous aspersions.

They had tried to say that Bengal and Kolkata police were unable to manage the two occasions, and that the police in Mumbai were more efficient. But it must be remembered that no state other than Bengal holds Durga Puja on such a large scale. If Ganesh Puja immersion and Muharram happened together, maintaining order would not have been easy. For the last five years, Bengal has been successfully holding immersion of Durga and Muharram together.

A few people are spreading canards and indulging in dirty politics. They take out processions carrying weapons, which is illegal. But they must realise that Bengal is different. We are a peace-loving, wise and mature people and will not give in to attempts to disrupt law and order or create tension. Those who cannot tackle us politically are resorting to CBI, ED and other agencies. They are even trying to create tension and riot-like situations. But Bengal is different. We will not yield to such attempts, the chief minister said.

Durga Puja is a festival of joy. Some have said the Government was curbing the tradition of bidding farewell to the Goddess with the smearing of vermilion. That can never be…the festive spirit cannot be curtailed. Wives can smear vermilion as much as they want on Vijaya Dashami, followed by immersion. Then, with a break of one day, immersions will again resume, culminating in the Carnival on Red Road on October 3.

The festive season starts tomorrow with Viswakarma Puja, followed two days later by Mahalaya. Let the days of Durga Puja be spent in joy; let there be no false propaganda, no spreading of hatred, she said, requesting everyone to maintain harmony, good spirits, and respect for each other.

 

 

দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান। তিনি বলেন- “জনসাধারণের আবেদন মেনে দশমীর দিন সন্ধে ৬টার বদলে সময় বাড়িয়ে করা হল রাত ১০ টা । ১ তারিখ মহরম পড়েছে তাই কোনও বিসর্জন হবে না, আর আমাদের তিথি অনুযায়ী একাদশী পড়েছে, একাদশীর দিন আমরা কোনও ঘরের ঠাকুর বিসর্জন দিয়ি না, এমনকি পাড়ার গুলোও দেয় না। কেউ যদি মনে করেন বাংলার শান্তি, সংস্কৃতি কেড়ে নেবেন, তাঁদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না, আপনারাও ভালো থাকুন, ভালো ভাবে পুজো কাটান।

কেউ কেউ নোংরামি, চক্রান্ত করে বলছে মুম্বইয়ের পুলিশ দক্ষ, বাংলার পুলিশ দক্ষ নয়। বাংলার মত কোন রাজ্যে এত ব্যাপকভাবে দুর্গা পুজো হয় না। এক একটা রাজ্যের এক একটা উৎসব। মুম্বইয়ে গণেশ পুজো বড় করে পালন করা হয়। মুম্বইয়ে যদি গণপতি বিসর্জন আর মহরম একদিনে হলে ওরা সামলাতে পারত না। গত ৫ বছর ধরে আমরা পুজো ও মহরম একসাথে সামলাচ্ছি দক্ষতার সাথে।

অস্ত্র নিয়ে কোনও মিছিল করা যাবে না। অস্ত্র রাখতে গেলে লাইসেন্স লাগে। অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। অস্ত্র নিয়ে মিছিল করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ করবে। মনে রাখতে হবে বাংলাটা একটু অন্যরকম, বাংলা- বাংলার মতো চলে, বাংলার মানুষ এসব পছন্দ করে না, বাংলার মানুষ শান্তিপ্রিয়, সচেতন নাগরিক। যারা রাজনীতিটা রাজনীতি দিয়ে করতে পারে না, তারা সিবিআই দিয়ে ইডি দিয়ে দাঙ্গা লাগিয়ে, চক্রান্ত করে, দিস ইস দেয়ার গেম প্ল্যান। দাঙ্গা সবসময় কঠোর হস্তে মোকাবিলা হবে, পুজো তেও মানুষ শান্তিতে থাকতে পারবে না? এই পলিটিক্স কেন? রাজনীতিটা রাজনীতি দিয়ে করা ভালো।

আমাদের যেমন জাতীয় উৎসব দুর্গাপুজো, তারপরে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, হিন্দুস্তানি ভাই বোনেদের ছট পুজো আসে। দুর্গাপুজো হচ্ছে আনন্দের উৎসব। দশমীর দিন, ২তারিখ, ৩তারিখ, ৪তারিখ ও বিসর্জন হবে- আর তার মধ্যে আমাদের পুজা কার্নিভাল আছে ৩ তারিখে রেড রোডে।

আগামী কালই বিশ্বকর্মা পুজো, আর তার ১ দিন পর মহালয়া। ১৮তারিখ থেকে আমারও পুজো উদ্বোধন শুরু হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে পুজো কাটান এবং ‘সর্বধর্ম সমন্বয়’ রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলে গিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে কথা বলে গিয়েছেন, আমরা তাঁদের সকলকে মর্যাদা দিয়ে আমরা সবাই সবার মতো করে এই পুজো পালন করব, আমরা যেন কোনও প্ররোচনায় পা না দিই। মিথ্যা প্রচার করে নয়, কুৎসা নয়, আমাদের উৎসবের দিনগুলো যাতে ভালো করে কাটে,
সকলকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।”