Latest News

September 13, 2017

Bengal Govt to provide opportunity for 5000 students to watch U-17 World Cup matches

Bengal Govt to provide opportunity for 5000 students to watch U-17 World Cup matches

The Bengal Government’s measures to weave events and initiatives around the FIFA Under-17 World Cup, as part of efforts to further popularise football among the young generation and take it to the grassroots, continues.

Now, the Education Department has taken a decision to arrange for 5,000 students to watch every World Cup match to be held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata for free. The students will be selected from only among those who take part in sports.

Ten matches, including the final, are scheduled for the venue, which has been extensively modernised and renovated for the quadrennial showpiece.

All logistical requirements for watching the matches have been taken care of by the department. Besides reserving seats for 5,000 students for every match, 70 AC and non-AC buses for transport have been arranged too. Students coming from faraway places will be put up for the nights, if needed.

Students from schools, colleges, madrasahs and polytechnics – 2,000 each from schools and colleges, and 500 each from madrasahs and polytechnics – will be selected for every match. Schools and colleges have been asked to prepare lists of students who are interested in watching the matches.

 

ছাত্রছাত্রীদের বিনামূল্যে যুব বিশ্বকাপ দেখাবে রাজ্য সরকার

 

স্কুল কলেজের উঠতি ফুটবলারদের বিনা পয়সায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৫ হাজার ছাত্র মাঠে বসে এই ম্যাচ দেখবে।

প্রতি ম্যাচে এই ৫হাজারের মধ্যে ২ হাজার স্কুলের, ২ হাজার কলেজের, ৫০০ মাদ্রাসা এবং ৫০০ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী থাকবে। যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য থাকা, খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

যুব ভারতীতে তাদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা বক্স, থাকছে বিশেষ বরাদ্দ সিট। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসবে এই ম্যাচ দেখতে। যারা স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধুমাত্র তারাই পাবে এই ম্যাচ দেখার সুযোগ।

বিদেশি খেলোয়াড়দের স্কিল চোখের সামনে থেকে দেখার সুযোগ পাবে তারা। এসি ও নন এসি মিলিয়ে ৭০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বভাবতই ফুটবলপ্রেমী ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার।
Source: Sangbad Pratidin