Latest News

September 10, 2017

Centre trying to saffronise education: Partha Chatterjee

Centre trying to saffronise education: Partha Chatterjee

Bengal Education minister Partha Chatterjee Friday accused the Centre of trying to saffronise the education system by asking the institutions of higher education to make arrangements for students to view the speech of Prime Minister Narendra Modi on September 11.

The prime minister will deliver the speech that day on the occasion of Pandit Deendayal Upadhyaya’s centenary celebration and 125th year of Swami Vivekananda’s Chicago address.

“This is nothing but an attempt to saffronise the education system in the country. I have never seen such a ‘Tughlaqi’ decision ever,” Chatterjee told reporters at the state secretariat today. He added that the Centre was “forcibly” trying to impose such orders.

“There has been no discussion with the state government regarding this matter. And the UGC is sending instructions directly to state-run universities despite there is an education department of the state government,” he said.

The minister also criticised the Centre for putting Pandit Deendayal Upadhyaya and Swami Vivekananda on the same platform and described it as a “wrong move”.

“Vivekananda is a global figure and the move to keep him on the same platform with Deendayal Upadhyaya is not a correct move,” he said.

 

শিক্ষায় গৈরিকীকরণ করছে কেন্দ্র: পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যের শিক্ষামন্ত্রী শুক্রবার অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থায় গৈরিকিকরনের চেষ্টা করছে।

পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী ও স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫বছর পূর্তি উপলক্ষে ইউজিসি উচ্চশিক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্প্রচার করতে। এমনকি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এই প্রেক্ষিতেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

“শিক্ষায় গৈরিকীকরণের প্রচেষ্টা চলছে। প্রতিটি বিষয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন। ইউজিসির এরকম তুঘলকি সিদ্ধান্ত আগে কখনো দেখিনি” শিক্ষামন্ত্রী বলেন।

“রাজ্যের সঙ্গে এ নিয়ে কোন আলোচনা হয়নি। এই ধরনের চিঠি উপাচার্যের কাছে পাঠিয়ে ইউ জি সি সঠিক কাজ করেছে বলে মনে হয় না। যেহেতু আমাদের কাছে কোন নির্দেশ সরাসরি আসেনি তাই আমরাও কিছু বলতে পাড়ি না” মন্ত্রী বলেন।

শিক্ষামন্ত্রী পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় ও স্বামী বিবেকানন্দকে এক পিঁড়িতে নিয়ে আসার নিন্দাও করেন তিনি। “স্বামী বিবেকানন্দ শুধু ভারত নয় সারা বিশ্বের তরুণদের আদর্শ। তাঁর সাথে দিনদয়াল উপাধ্যায় কে এক পিঁড়িতে এনে কাজটা সঠিক করেছেন কিনা জানি না” মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।