Latest News

September 4, 2017

Bengal Govt to seek GI tag for handcrafted ‘Kolkatti’ jewellery

Bengal Govt to seek GI tag for handcrafted ‘Kolkatti’ jewellery

The Bengal Government, in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC), has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery.

‘Kolkatti’ has been proposed as the name for this unique brand of jewellery. Along with GJEPC, IIT Kharagpur is also providing the technical help in preparing the documents for bagging the tag.

A GI is a name or sign used on certain products that correspond to a specific geographical location or origin (like a town, region, or country). GIs have been defined under Article 22(1) of the World Trade Organisation (WTO) agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS).

The reason for going for the registration of Kolkata-made jewellery is that such jewellery has a major demand in the Middle East, US and UK markets. These are mainly handcrafted, and are known for the fine craftwork of artisans. On the other hand, for the very reason of being popular, it is seen that many people are selling jewellery, improperly branded as Kolkata jewellery. Hence, the State Government, supported by the GJEPC, has taken this initiative.

The art of jewellery-making in Bengal and the designs that are considered to be Bengali are unique. Examples include the art of making bala, bangles in which lacquer is used to fill the insides to give it strength, jaroa jewellery, in which precious stones are set in 18-carat gold, tikli, forehead ornament worn by Bengali brides on the central parting of their hair, laced with a string of pearls and studded with precious stones or beautiful gold-and-silver designs, and kaan, traditional ornament worn on the ear, made up of thin sheets of gold or silver that cover the entire ear.

 

গয়নার নকশার জিআই পেতে উদ্যোগী রাজ্য

 

বাংলা গয়নার ডিজাইনের কদর বিশ্বজোড়া। কলকাতার স্বর্ণ শিল্পীদের তৈরি বিশেষ সোনার গয়না ‘কলকাতি’-র জন্য ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ বা ‘জি আই’ এর আবেদন জানাবে রাজ্য সরকার।

‘জি আই’ তকমা পাওয়ার অর্থ হল, সংশ্লিষ্ট পণ্যটি যে এলাকার, তার বাইরে অন্য কেউ সেটির নকল করতে পারবে না। ইতিমধ্যেই খড়গপুর আই আই টি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব।

জেম অ্যান্ড জুয়েলারির এক্সপোর্ট কাউন্সিলের সভায় অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, “কলকাতার শিল্পীরা অল্প সোনায় যে ধরনের গয়না তৈরি করেন, তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না – এটা কলকাতার কারিগরদের বিশেষত্ব। বাংলার এই নকশা যাতে অন্য কেউ নকল করতে না পারে, তার জন্য জি আই-য়ের আবেদন করা হবে”। এর ফলে গয়নার রপ্তানিও বাড়বে বলে তাঁর দাবি।

প্রসঙ্গত, এর আগে দার্জিলিঙের চা, বালুচরি এবং ধনেখালি শাড়ি, নকশি কাঁথা, বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, জয়নগরের মোয়ার মতো মোট সাতটি সামগ্রী জিআই এর তালিকায় জায়গা করে নিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতার হাল্কা সোনার গয়না ‘কলকাতি’।

Source: Millennium Post/ Bartaman