Latest News

November 24, 2016

Paschim Banga Charu Kala Utsav to be inaugurated today

Paschim Banga Charu Kala Utsav to be inaugurated today

The Paschim Banga Charu Kala Utsav 2016 will be inaugurated today by the renowned painter and Rajya Sabha member, Jogen Chowdhury today at the Rabindra Sadan-Nandan complex. It will continue till December 4.

Like every year, the venues are Gaganendra Shilpa Pradarshanshala, the open air stage at the Rabindra Sadan-Nandan complex and the Academy of Fine Arts.

The Charu Kala Utsav consists of an exhibition of artworks, showcasing of documentaries on fine arts and a fair which acts as a meeting place for exchanging ideas for artists.

Organised by the Information & Cultural Affairs Department and Paschim Banga Charu Kala Akademi, the festival has gained immense repute for showcasing outstanding works of art by artists from the State.

 

The image is representative

 

পশ্চিমবঙ্গ চারুকলা উত্সবের উদ্বোধন আজ

আজ রবীন্দ্র সদন-নন্দন চত্বরে উদ্বোধন হবে পশ্চিমবঙ্গ চারুকলা উত্সব ২০১৬-র। সূচনা করবেন বিখ্যাত চিত্রশিল্পী তথা রাজ্যসভার সদস্য যোগেন চৌধুরী। এই উত্সব চলবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।

প্রতি বছরের মতো এবছরেও গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, একাডেমি অফ ফাইন আর্টসে এবং রবীন্দ্র সদন-নন্দন চত্বরে খোলা আকাশের নিচে এই উত্সব চলবে।

এই উত্সবে বিভিন্ন শিল্পকলার প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী থাকবে। আয়োজিত হবে একটি মেলাও যেখানে বিভিন্ন শিল্পীরা মিলিত হতে পারবেন।

পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পশ্চিমবঙ্গ চারুকলা একাডেমির উদ্যোগে পরিচালিত এই উত্সব জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে কারণ এখানে সারা রাজ্যের অসামান্য শিল্পীরা তাদের অসামান্য কিছু শিল্পশৈলীর প্রদর্শন করার সুযোগ পান।