Latest News

November 21, 2016

Demonetisation: Mamata Banerjee pens another poem to protest against the draconian decision

Demonetisation: Mamata Banerjee pens another poem to protest against the draconian decision

Mamata Banerjee has penned another poem to register her protest against demonetisation and highlight the apathy of the government towards the suffering of the people.

Published on her Facebook Page on Sunday, the poem describes the pain of the poor and questions the necessity of this sudden move. She also criticised the Government for patronizing demonetisation.

She had written another poem earlier on this issue.

 

নোট বাতিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কলম ধরলেন মমতা বন্দ্যপাধ্যায়

নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তার প্রতিবাদে আবারও কলম ধরলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি কবিতার মাধ্যমে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করলেন।

রবিবার ফেসবুকে তিনি যে কবিতাটি ‘পোস্ট’ করেন তাতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলেন এবং কেন্দ্রের জানতে চান নোট বদলের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কি?

এই ইস্যুতে এর আগেও তিনি একটি কবিতা লেখেন

 

ছিঃ

নোট বাতিলের বাতুলতা

গরিব মানুষের আকুলতা

মানসিক বিষাদগ্রস্ত মানবিক প্রাণ।

নবান্ন? আসার আগেই

অগ্রহায়ণের বিসর্জন।

জানি না কেন এ হঠাৎ আকাল

কোন বাধ্যতার? সকালেই বিকাল?

উদাস চোখে উষ্ণ তীক্ষ্ণতা

অপেক্ষা জানে না, প্রতীক্ষার একাগ্রতা।

তুমি মহারাজ, ভুগছে জনতা

জ্ঞানের দর্শনে ফুলঝুরি! দাম্ভিকতা

কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা!

ছিঃ ধিক্ সরকার, সর্বনাশের বারতা।