November 4, 2016
Bengal CM slams Opposition for trying to disturb peace in the State

Chief Minister Mamata Banerjee on Thursday held some Opposition paties responsible for spreading communal tension in the state and in one breath said that any attempt to destroy the fabric of communal harmony will be dealt with seriously.
“They are fanning communal tension and trying to disturb the communal harmony in the state. Any attempt to disrupt the environment of communal harmony and peace will be dealt with seriously,” she said. She was addressing a rally at Jamboni in West Midnapore.
She also said that the Centre was reducing its funds allocation in many projects making it almost impossible for the state government to carry on with them. She said because of the lack of planning of CPI(M) government, the state government had to spend a major portion of its earnings to clear the loan burden.
“For three decades, the CPI(M) government did not do anything for the state’s development and took loans. The situation has become so alarming that a major portion of the state’s earning has to be spent to clear the loan”. The Centre should do something in this regard, she maintained adding: “The CPI(M) leaders have no work to do except finding faults with the state government.”
বাংলায় দাঙ্গাবাজদের কোনও ক্ষমা নয়: মমতা
পশ্চিম মেদিনীপুরের জামবনির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কিছু বিরোধী দল শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কাজ করে চলেছে, তিনি একই সঙ্গে জানান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত।
“বিরোধীরা সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে দাঙ্গার পরিবেশ তৈরী করার। বাংলা দাঙ্গাবাজদের বরদাস্ত করবে না।”
সাথে সাথেই তিনি কেন্দ্রকেও বিঁধেছেন। “কেন্দ্র প্রায় সব প্রকল্পের টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে সেগুলি চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিগত বাম আমলের পরিকল্পনার অভাবে আমাদের আয়ের একটা বিশাল অংশ শুধু দেনা মেটাতে দিয়ে দিতে হচ্ছে,” বলেন তিনি।
“তিন দশক ধরে বাম সরকার বাংলার জন্য কোনো কাজ করে নি, শুধু ধার নিয়ে গেছে। তিনি এও বলেন “সিপিআইএম নেতাদের কোনোই কাজ নেই শুধুমাত্র এখনকার সরকারের খুঁত ধরা আর তাই নিয়ে কুত্সা ও অপপ্রচার করা ছাড়া।”