Latest News

February 8, 2014

West Bengal gets two more women`s police stations

West Bengal gets two more women`s police stations

With an aim of providing more security to women in the state, the Chief Minister of West Bengal Ms. Mamata Banerjee inaugurated two new women`s police stations in the state. These police stations are situated in Bankura and Purulia districts.

WB CM declared that 10 more women`s police station will be set up at Suri, Burdwan, Serampore, Englishbazaar, Diamond Harbour, Barrackpore, Darjeeling, and Midnapore. Already there are 65 women`s police stations in different districts of the state.

রাজ্যের অন্যত্র আগে হয়েছে বার শুক্রবার বাঁকুড়া পুরুলিয়া শহরে মহিলা পরিচালিত দুটি থানা চালু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ওই থানাগুলির উদ্বোধন করেন বাঁকুড়া সদর থানা পুরুলিয়া সদর থানায় নতুন থানাগুলি চালু করা হয় এই উপলক্ষে অনুষ্ঠানও হয়

বাঁকুড়ায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার তিনি বলেন, “প্রাথমিক ভাবে এই থানা একজন ওসি এবং কনস্টেবলসহ ১৯ জনকে নিয়ে চালু করা হলবাঁকুড়া সদর মহকুমা এলাকার থানাগুলির বিভিন্ন মহিলা সংক্রান্ত অভিযোগগুলির তদন্ত এই মহিলা পরিচালিত থানাই করবেতিনি জানান, বাঁকুড়া সদর থানায় একটি মহিলা তদন্তকারী কেন্দ্র ছিলকিন্তু তা শুধু বাঁকুড়া সদর থানাকে তদন্তে সাহায্য করতমহিলা পরিচালিত এই থানা স্বাধীন ভাবে তদন্তের কাজ করবে

পুরুলিয়ায় অনুষ্ঠানে ছিলেন জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখপুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের পশ্চিম প্রান্তে ভাটবাঁধ এলাকায় পুরুলিয়া সদর থানার অধীন একটি পুলিশ ফাঁড়ি ছিলসেই ফাঁড়িতেই এই থানাটি গড়ে তোলা হয়েছেআপাতত এই থানায় ১৯ জন পুলিশকর্মী নিয়োগ করা হয়েছেপুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই থানায় পুরুলিয়া সদর মহকুমা এলাকার মহিলা সংক্রান্ত অপরাধের অভিযোগ জানানো যাবে