February 28, 2014
WB Govt to set up aquashops to boost fish production

The West Bengal government is looking to increase fish production to 17 lakh tonnes by 2017. West Bengal Chief Minister Ms. Mamata Banerjee has asked the Chief Secretary Sanjay Mitra to take steps to prevent the use of formaldehyde, which is poisonous for fish.
Initiatives such as bringing all water bodies under fish farming are already under way, SN Biswas, Joint Director, State Fisheries Department, said.
The government is also mulling to set up one-stop `aquashops,` which besides providing certified fish seeds and fish-feed, will also advise the cultivators.
“The total production of fish was 14.90 lakh tonnes in 2012-13 and our target is to get to 17 lakh tonnes by 2017. Our aim is to ensure that the production of fish is at least five tonnes a hectare,” he said on the sidelines of a seminar organised by a private company, Anmol Feeds.
As per the Economic Review 2013-14, West Bengal exports only around 0.7 lakh tonne (worth Rs 1,825 crore) of fish. Exports mostly include shrimps, prawns and some exotic marine fish varieties.
According to sources, demand for fish in Bengal is to the tune of approximately 16 lakh tonne. It imports 1 lakh tonnes from other States. Varieties imported include fresh water fish such as rohu and katla (species of Indian carp).
—
মাছে বিষাক্ত ফরম্যালডিহাইড রাসায়নিকের ব্যবহার বন্ধে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের বৈঠক ছিল৷ সেখানে মাছে রাসায়নিক মেশানোর খবর জানার পরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে নির্দেশ দেন৷
টাস্ক ফোর্সের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়, মূলত সামুদ্রিক মাছেই রাসায়নিক মেশানো হয়৷ বাইরের মাছের উপর নির্ভরতা কমাতে রাজ্যে মাছের উত্পাদন বাড়ানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয় টাস্ক ফোর্সের তরফে৷ এর মধ্যে অন্যতম হল, ছোট–মাঝারি ব্যবসায়ীদের সুবিধার্থে এ বারের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র যে `মাইক্রো বিজনেস ক্রেডিট কার্ড` চালু করার কথা ঘোষণা করেছেন, সেই সুবিধা মাছ ব্যবসায়ীদেরও দেওয়া হোক৷ ওই কার্ড থাকলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পসুদে ব্যাঙ্ক ঋণের সুবিধা মিলবে৷ এই টাকা হাতে পেলে ছোট মাছ ব্যবসায়ীদের অভাবী ঋণের দায়ে ঘটিবাটি বিক্রি করতে হবে না৷ মাছের উত্পাদন বাড়ানোর জন্য চাষিদের প্রশিক্ষণের উপর জোর দিতে বলা হয়েছে৷ এই মুহূর্তে দেশে মোট ৯০ লক্ষ টন মাছ উত্পাদন হয়৷ এ রাজ্যে উত্পাদিত হয় ১৫ লক্ষ টন৷
সারা দেশে গড়ে বছরে মাথাপিছু ১০ কেজি মাছ লাগে৷ অর্থাত্ দিনে ২৫ গ্রাম৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছরে মাথাপিছু গড়ে ১৮ কেজি মাছ লাগে৷ অর্থাত্, দিনপিছু ৫০ গ্রাম৷ টাস্ক ফোর্সের বক্তব্য, রাজ্যের চাহিদা মেটাতে গেলে মাছের উত্পাদন ১৭ লক্ষ মেট্রিক টনে নিয়ে যেতে হবে৷ প্রতিটি পঞ্চায়েত এলাকায় গড়ে তুলতে হবে একটি করে অ্যাকোয়া শপ, যেখানে মাছের খাবার থেকে জাল, ওষুধ সব কিছু মিলবে৷ পঞ্চায়েত স্তরে মত্স্যবন্ধু নিযুক্ত করতে হবে৷ তাঁরা মাছ চাষিদের প্রশিক্ষণ দেবেন এবং কী ভাবে মাছের প্রজনন করাতে হয় তাও শেখাবেন৷