February 28, 2014
WB CM to inaugurate the first four Kisan Mandis on March 1, 2014

West Bengal Chief Minister Ms. Mamata Banerjee will inaugurate 4 new Kisan Mandis in South Bengal on March 1, through remote control from Nabanna. The construction work of 21 other Kisan Mandis are nearly over.
Kisan Mandis were set up to create a bridge between the buyers and the farmers and to keep away middlemen. West Bengal Chief Minister had announced that the government will set up 341 Kisan Mandis in every block of the state. In the first phase, work for 95 Kisan Mandis started. The Mandis will be maintained by the State Agricultural Marketing Dept. Rs 5 crores have been allotted for each Kiasn Mandi.
—
দক্ষিণবঙ্গের তিন জেলায় শনিবার তিনটি কিষান মান্ডির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যুইচ টিপে মুখ্যমন্ত্রী কিষান মান্ডির উদ্বোধন করবেন। রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২১টি কিষান মান্ডির কাজ প্রায় শেষ পর্যায়ে। সেগুলিও খুব শীঘ্রই চাষিদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
চাষিদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগএক কথায় কিষান মান্ডি বা কৃষক বাজার তৈরির উদ্দেশ্য এটাই। এ রাজ্যে চাষিরা যে ফসল ফলান, তা বিক্রি করতে তাঁদের বেশির ভাগই নির্ভরশীল ফড়েদের উপরে। সম্পন্ন চাষি বা সরাসরি বাজারে গিয়ে বিক্রি করেন, এমন চাষির সংখ্যা এখানে হাতেগোনা। ফলে, ফড়ে যে দাম দেন, তাতেই ফসল বিক্রি করতে হয় চাষিদের।
কৃষকদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বছর দেড়েক আগে রাজ্যের সমস্ত ব্লকে একটি করে কিষান মান্ডি তৈরির রূপরেখা তৈরি করে কৃষি বিপণন দফতর। স্থানীয় চাষিরা যাতে নিজের খেতের ফসল ওই সব বাজারে বিক্রি করতে পারেন, সেটাই ছিল প্রশাসনের লক্ষ্য। প্রথম পর্যায়ে রাজ্য জুড়ে যে ৯৫টি কৃষক বাজার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে ছিল হুগলির সিঙ্গুর। এ ছাড়া হুগলিরই ধনেখালি, মুর্শিদাবাদের বহরমপুর এবং বীরভূমের সিউড়িতে কিষান মান্ডির দরজা শনিবার থেকেই কৃষকদের জন্য খুলে যাচ্ছে।
মান্ডির দায়িত্বে রাজ্য বিপণন পর্ষদ। প্রতিটি মান্ডির জন্য ৫ কোটি টাকা করে বরাদ্দ।