Bengal Chief Minister to resume her district visits from December 19

Bengal Chief Minister Mamata Banerjee will hold administrative review meetings in Bankura and East Midnapore districts next week. She will inaugurate a bouquet of projects during the district tour.

On December 19, she is scheduled to attend a public meeting at Fulkushna in Bankura where she will be inaugurating various projects and will also launch Sabuj Shree scheme for the district.

She will also visit Mukutmanipur where she would be holding the administrative review meeting for Bankura district.

The Chief Minister is also scheduled to take a stock of the development projects in East Midnapore district. She is slated to visit Digha and Mandarmani to take stock of the progress of various tourism projects.

The administrative meeting for East Midnapore district is scheduled take place in Digha. She will return to Kolkata thereafter.

MLAs and senior officials from each district will be present in these administrative review meetings.

 

১৯ ডিসেম্বর আবার জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর এই জেলা সফরে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

১৯শে ডিসেম্বর তিনি বাঁকুড়া জেলার ফুলকুশনায় একটি জনসভায় যোগ দেবেন। ওখানে তিনি নানা প্রকল্পের উদ্বোধন করবেন; একইসঙ্গে তিনি শুভ সূচনা করবেন বাঁকুড়া জেলার জন্য সবুজশ্রী প্রকল্প। বাঁকুড়া জেলার মুকুটমনিপুরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুখ্যমন্ত্রী এরপর পূর্ব মেদিনীপুর যাবেন ওই জেলায় নানা প্রকল্পের কাজের অগ্রগতির খতিয়ান নিতে। তিনি দিঘা ও মন্দারমনিতেও যাবেন বিভিন্ন পর্যটন প্রকল্পের অগ্রগতি দেখতে। দিঘাতেই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর; এরপর তিনি কলকাতা ফিরে আসবেন।

এই প্রশাসনিক বৈঠকগুলিতে জেলার বিধায়ক ও আধিকারিকরা উপস্থিত থাকবেন।

 

Centre discriminating between tea garden workers of Bengal and Assam: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee Wednesday accused the Narendra Modi government of “discriminating” against the state by depriving tea garden workers of their wages, while providing the same to workers in BJP-ruled Assam.

“It is shocking that the Central government is ruthlessly discriminating against Bengal and its toiling tea garden workers by starving them of cash wages, while giving cash from RBI to workers in BJP-ruled state of Assam,” she said in a series of tweets.

“While both states started a similar payment model, suddenly Bengal’s payments were cut off at the end of November. Our workers are starving. I demand that RBI restores payment by our government through our DMs immediately and continue it till March next year,” she added.

 

 

কেন্দ্র নিষ্ঠুর, চা বাগানে উপোসে মানুষঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শিল্পের চরম সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। কেন্দ্র বকেয়া টাকা না পাঠালে আগামীদিনে চরম সংকটে তৈরি হবে চা শিল্পে।

টুইটে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন্দ্রীয় সরকার নিষ্ঠুর, আমি অবাক হয়ে যাচ্ছি পরিস্থিতি দেখে। বাংলার চা বাগান ও তাদের শ্রমিকদের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। শ্রমিকরা মজুরি পাচ্ছে না, তারা অনাহারে রয়েছে”।

তিনি আরও বলেন, “অন্যান্য রাজ্যে সময়মত টাকা পৌঁছে যাচ্ছে তার বেলায় কোন অনিয়ম নেই অথচ বাংলার বকেয়া টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। বাংলা ও আসাম দুই রাজ্যই বেতন দেওয়ার ক্ষেত্রে একই নিয়ম মানছে তখন হঠাৎ শুধু বাংলাকে বঞ্চনা কেন? আমি দাবি করছি আগামী মার্চ মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক বকেয়া টাকা অবিলম্বে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দিক”।

We are ready for a discussion in Parliament even tomorrow: Sudip Bandyopadhyay

Statement by Sudip Bandyopadhyay, Leader of AITC Parliamentary Party in Lok Sabha

Prime Minister Narendra Modi is accountable and answerable to Parliament. The voice of Opposition is being gagged. Sixteen Opposition parties are speaking in a united voice.

We have given Adjournment Motions from Day 1. We gave our Notice under Rule 56, Congress gave its under Rule 184. From the Government’s side they wanted a discussion under Rule 193.

An understanding was reached that the Opposition will begin a discussion but suddenly a rumour was spread that the Opposition will not let the House run after they speak. So, BJP wants to speak first.

We are ready for a discussion even tomorrow. What is happening is not just unfortunate but disgraceful.

 

 

আমরা কালকেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:

প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ। বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। ১৬টি বিরোধী দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ।

আমরা প্রথম দিন থেকেই মুলতুবি প্রস্তাব আনছি। তৃণমূল ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছে, কংগ্রেস ১৮৪ নম্বর অনুযায়ী নোটিশ দিয়েছে। সরকারের তরফ থেকে ১৯৩ নম্বর মেনে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।

একটি সমঝোতা হয়েছিল যে বিরোধীরা আলোচনা শুরু করবে, কিন্তু, হঠাৎ গুজব ছড়ানো হল যে বিরোধীরা বক্তব্য রাখার পর তাদের তরফে আর কক্ষ চলতে দেওয়া হবে না। সেই জন্য বিজেপি আগে বক্তব্য রাখতে চায়।

আমরা কালকেও আলোচনার জন্য প্রস্তুত আছি। এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।

Bengal Tourism creates packages for the year-end festive season

West Bengal Tourism Development Corporation (WBTDC) has created special tour packages on the occasion of the upcoming festive season, comprising Christmas and New Year. Three packages have been planned.

A special tourist bus would take people on a tour of the well-known churches of Kolkata on the evening of December 24. Included in this package are trips to Mother House and to the midnight mass at St James Church. The price has been kept at an affordable Rs 1,050 per person.

Another package has been planned comprising a tour of the well-known churches of Kolkata, Chandannagar and Bandel, which includes churches of French and Portuguese heritage. For this tour, the price is Rs 1,250 per person.

For the last evening of the year, that is, December 31, a package titled ‘Welcome 2017’ has been created, for which tourists would be taken on a luxury cruise along the Ganga on board MV Sumangal. For Rs 2,999, tourists would be treated to cultural programmes as well as indoor games and a celebratory ushering in of 2017 at midnight.

All these tour packages can be booked either at the WBTDC office at BBD Bag in Kolkata or through the website of WBTDC.

 

 

বর্ষশেষে বিশেষ ভ্রমণ প্যাকেজ পশ্চিমবঙ্গ পর্যটনের

এবার বর্ষশেষে বিশেষ ভ্রমণ প্যাকেজের আয়োজন করছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন বিভাগ।বাসে এবং প্রমোদতরণীতে ভ্রমনার্থীদের ঘুরতে যাওয়ার বন্দোবস্ত করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।

জনপ্রতি ১০৫০ টাকা খরচ হবে এই ভ্রমণে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার সমস্ত চারচ ঘুরিয়ে দেখাবে এই বিশেষ বাস। দেখানো হবে মাদার হাউস, সেন্ট জেমস চার্চের মধ্য রাতের প্রার্থনা।

পাশাপাশি কলকাতা ও হুগলির সমস্ত চার্চ দর্শনের সুযোগ মিলবে ভ্রমনার্থীদের। কলকাতা ও চন্দননগর দর্শনে জনপ্রতি খরচ হবে ১২৫০ টাকা।

‘ওয়েলকাম ২০১৭’ টুরে বছর শেষের সন্ধ্যেয় গঙ্গাবক্ষে ভ্রমনার্থীদের নিয়ে যাবে ‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’। ‘এমভি সুমঙ্গল’ প্রমোদতরণীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে নানা ধরনের ইনডোর গেমস ও রাত ১২ টায় বর্ষবরণের সুযোগ।

কলকাতায় পর্যটন উন্নয়ন নিগমের বিবাদী বাগ শাখার অফিসে গিয়ে এই ট্যুর প্যাকেজ বুক করা যাবে। এছাড়াও অনলাইনে www.wbtdc.gov.in   www.wbtourism.gov.in  এই দুটি ওয়েবসাইটের মাধমে বুক করা যাবে।

 

President of India to inaugurate Bengal Global Business Summit 2017

The President of India Pranab Mukherjee will inaugurate the two-day Bengal Global Business Summit (BGBS) on January 20, 2017, state Finance Minister Dr Amit Mitra confirmed. He said business delegations from Japan, Germany, United States of America, Canada, Italy and China would take part in the two-day meeting. It will be held at the Milan Mela ground.

In 2016, the Prime Minister of Bhutan, Tshering Togbe opened the two-day business meet on January 7 to 9 and the proposal for business was Rs 2.50 lakh crore. Bengal Chief Minister Mamata Banerjee had announced on the concluding day of the meet that in 2017, it would be held on January 20 and 21, 2017. The business proposals in 2017 are expected surpass those in previous years.

The chief minister’s relentless drive to bring investment to Bengal has been appreciated throughout the country. Many top businessmen have said Bengal was the right destination to invest in the country. The land bank and township policy announced by the state government have attracted businessmen who have shown interest to invest in the housing sector and set up townships. The state government has earmarked the area of the township which the promoters will have to buy through e-auction. The state government will set up infrastructure up to the boundary wall of the township.

A big logistics hub is coming up at Baidyabati off Dankuni. A memorandum of understanding was signed between the state transport department and Calcutta Goods Transport Association to set up the logistic hub before 2016 BGBS. The association has submitted a DPR to the state transport department which is being studied.

Mamata Banerjee’s fruitful discussion with German and Italian members of the chambers of commerce of both the countries is likely to have its impact on BGBS where representatives of both the countries are likely to be present.

A delegation from Bengal led by Finance minister Amit Mitra had visited BMW factory in Germany and some top bosses of the German car giant may attend BGBS. A Chinese delegation will also attend the BGBS.

Talks are on with a cycle manufacturing company to set up its unit in Bengal. Bengal had opened the country’s first joint venture cycle manufacturing factory Sen Raleigh in Asansol.

 

২০১৭ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিতে জাপান, জার্মানি, আমেরিকা, কানাডা, ইতালি, চিন ও অন্যান্য দেশ থেকে প্রতিনিধি দল আসছেন।

২০১৬ সালের সম্মেলন উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে; বিনিয়োগ প্রস্তাব আসে ২.৫ লক্ষ কোটি টাকার।

সাড়া দেশ জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পোদ্যোগ সমাদৃত হচ্ছে। অনেক শীর্ষ বাণিজ্য সংস্থা বলেছেন বাংলা এই মুহূর্তে বিনিয়োগের আদর্শ স্থান। রাজ্য সরকারের ঘোষণা করা ল্যান্ড ব্যাঙ্ক ও আবাসনের নীতি অনেক বিনিয়োগকারীকে আকর্ষিত করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মান ও ইতালিয়ান চেম্বার অফ কমার্সের কর্তাদের সঙ্গে আলোচনার ফলস্বরুপ তাদের বাণিজ্য প্রতিনিধিদলের এই সম্মেলনে যোগ দেওয়া খুবই আশানুরূপ বলে মনে করা হচ্ছে। ডঃ অমিত মিত্রর নেতৃতে বাংলা থেকে এক বাণিজ্য প্রতিনিধিদল জার্মানির বিএমডব্লিউ কারখানায় যান ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

চিন থেকেও একটি বাণিজ্য প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। একটি সাইকেল প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও কথা চলছে বাংলায় তাদের একটি শাখা খোলার জন্য। দেশের মধ্যে বাংলা প্রথম আসানসোলে একটি যৌথ উদ্যোগে সাইকেল তৈরির কারখানা খুলেছে।

Demonetisation is a major catastrophe: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today called demonetisation a “visionless policy”, which has caused “a major catastrophe”.

She wrote this in a post on Facebook, through which she expressed her deep anguish about the loss of jobs, especially in the unorganised sector.

She wrote, “Crores of people have become victims of visionless policy. It’s a major catastrophe”.

She went on to write that “the draconian decision of demonetisation by the Central Government has drastically affected about 5 crore workers in the country”.

“It is indeed a major setback for the employees since independence”.

Writing about the unorganised sector, Mamata Banerjee wrote, “According to reports, around 1.25 crore workers in the country in unorganised sector, e-commerce, leather, jute, textiles, glass, beedi, gems and jewellery sectors and daily wage earners under Government schemes like MNREGA have either lost jobs or have been seriously affected due to cash crunch”.

Even in the big industries, “retrenchment process is going on, which has made or will make huge number of workers jobless”.

She went on to write about her profound sorrow at the sufferings caused due to demonetisation: “I can feel with deep sorrow the extensive sufferings and ordeal that these people are going through now”.

She ended her post on a note of grave concern: “It is a matter of great concern that I wanted to share with all of you”.

 

নোটবাতিল একটি ভয়ঙ্কর বিপর্যয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন নোটবাতিল একটি দিগ্বিদিকহীন সিদ্ধান্ত যার ফলে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে।

তিনি তাঁর ফেসবুকে একটি লেখার মাধ্যমে এই নোটবাতিলের ফলে অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় ক্ষোভ জাহির করেছেন।

তিনি লেখেন, “এই দিশাহীন সিদ্ধান্ত প্রনয়ন করার ফলে কোটি কোটি মানুষ আজ জীবিকাহীন হয়ে পড়েছে, এক ভয়াবহ পরিস্থিতি উপস্থিত হয়েছে।“

তিনি আরো লেখেন, “কেন্দ্রীয় সরকারের এই নোটবাতিলের কঠোর সিদ্ধান্ত নেওয়ার ফলে রাতারাতি দেশ জুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছে।“

“স্বাধীনতা লাভের পর কোন শ্রমজীবী মানুষকে এরম বিপদের সম্মুখীন হতে হয়নি।“

অসংগঠিত খেত্রের কথা বলতে গিয়ে তিনি লেখেন, “রিপোর্ট অনুযায়ী অসংগঠিত খেত্রের ১.২৫ কোটি কর্মী, ই-কমার্স, চর্ম শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, কাচ শিল্প, বিড়ি, গহনা শিল্প ও সরকারি প্রকল্পে কর্মরত দিনমজুররা হয় পুরোপুরি জীবিকাহীন হয়ে পড়েছে বা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে নোটের যোগান না থাকায়।

“এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানেও ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে যা হয়ত ইতিমধ্যেই বা খুব শীঘ্রই আরও প্রচুর মানুষকে জীবিকাহীন করে দেবে।“

তিনি নোটবাতিলের ফলে মানুষের অভাবনীয় দুর্দশায় ব্যাথিত হয়ে আরও লেখেনঃ “আমি খুব দুঃখের সঙ্গে অনুভব করতে পারছি সাধারন মানুষ কি কথিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করছেন।“

তিনি সবশেষে লেখেন, “এটি একটি গভীর চিন্তার বিষয়, যা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই।“

 

Country’s largest indoor sports arena planned in Kolkata

Kolkata may soon get one of the largest indoor sports arenas of the country with a capacity to accommodate upto 15,400 people at one time.

The proposed indoor stadium’s capacity will be 15,400. The capacity of the city’s Netaji Indoor stadium is 12,000.

Keeping in mind West Bengal Chief Minister Mamata Banerjee’s Green City Project, the proposed stadium will have solar power and will come up on ten acres of land near the Deer Park in Eco Park. The facility will have lawn tennis, ‘ kho kho’, ‘kabaddi’, badminton, basket ball and table tennis courts.

The project is in the planning stage. A design has been prepared as per instructions of the Chief Minister. The HIDCO board has passed the design during its recently held meeting and now the design will be forwarded to the state government for approval..

The stadium will have four entrances for vehicles and four entrances for pedestrians with lifts to carry players and VIPs. There will also be two gymnasiums and changing rooms for players, the area under the stadium will be rented out to various offices for commercial purpose aimed at generating revenue.

New Town will also get a state-of-the-art Biswa Bangla Convention Centre. Construction work has already started with a completion target of March 2017 and HIDCO officials claimed the centre will be the largest convention centre in eastern India.

The convention centre, as per our information, will be the largest convention centre of its kind in the country, with the main single conference hall having a capacity to accommodate 3,000 people.

The focus is to create a global network and promote conference tourism in the state. The centre will be more like the convention centres at Hanover and Dusseldorf in Germany. The expositions and conferences that will be held in the centre will generate revenue for the state. The convention centre will have two auditoriums, six banquet rooms, seminar rooms, exhibition area, various types of restaurants, swimming pool, library, board rooms, book shops and spa. The entire unit is spread across ten acres of land and is coming up near the HIDCO Bhawan.

 

দেশের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা

 

১৫,৪০০ আসন বিশিষ্ট দেশের সব থেকে বড় বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা। প্রস্তাবিত এই স্টেডিয়ামটির আসন সংখ্যা হবে ১৫,৪০০, নেতাজী ইনডোর স্টেডিয়ামের আসন সংখ্যা ১২,০০০।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রীন সিটি প্রকল্পের কথা মাথায় রেখে, এই প্রস্তাবিত ক্রীড়াঙ্গনটি তৈরি হবে ইকো পার্কের ডিয়ার পার্কের পাশেই, ১০ একর জমির ওপর এটি গড়ে উঠবে, পুরোপুরিভাবে চালিত হবে সৌরশক্তির দ্বারা। এখানে লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, খোখো, কাবাডি ও বাস্কেটবল খেলার সুবিধে থাকবে।

আপাতত এই প্রকল্পটি পরিকল্পনার স্তরে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়েছে। হিডকোর সাম্প্রতিক মিটিং-এ এটির অনুমোদনও পাওয়া গেছে। এবার রাজ্য সরকারের অনুমোদনের জন্য এই নকশাটি পাঠানো হবে।

এই স্টেডিয়ামে ৪টি প্রবেশদ্বার থাকবে যানবাহনের জন্য ও আরও ৪টি প্রবেশদ্বার থাকবে পথচারীদের জন্য। ওখানে লিফট থাকবে খেলোয়াড় ও বিশেষ অতিথিদের জন্য। ওখানে ২টি ব্যায়ামাগার ও ১টি বিশ্রামাগার থাকবে খেলোয়াড়দের জন্য। স্টেডিয়ামটির নিচের অংশ বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক কারনে ব্যাবহার করার জন্য, যা থেকে স্টেডিয়ামটির আয় আসবে।

নিউ টাউন একটি অনন্য বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্র পেতে চলেছে। যেটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লক্ষ্য স্থির করা হয়েছে পুরব ভারতের বৃহত্তম এই সম্মেলন কেন্দ্রটি ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এটি তৈরি করার। এটির মুল কনফারেন্স হলে একসঙ্গে ৩০০০ মানুষ বসতে পারবেন।

এটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ও কনফারেন্স ট্যুরিজ্‌মকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি মুলত জার্মানির দুসেলদরফের হ্যানোভারের কনফারেন্স সেন্টারের আদলে তৈরি করা হয়েছে। এখানে অনুষ্ঠিত সব অনুষ্ঠান থেকে রাজ্যের আয় বাড়বে। এখানে ২টি প্রেক্ষাগৃহ, ৬টি বাঙ্কোয়েট রুম, সেমিনার রুম, প্রদর্শনী কেন্দ্র, বিভিন্ন রেস্টুরেন্ট, সুইমিং পুল, লাইব্রেরি, বোর্ড রুম, বইয়ের দোকান ও স্পা থাকবে। পুরো জায়গাটি হিডকো ভবনের কাছে ১০একর জমির ওপর তৈরি করা হচ্ছে।

Trinamool workers to hit the streets for three days starting December 14

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14.

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14, demanding the withdrawal of the Centre’s decision to demonetise high value of notes.

Partha Chatterjee, secretary general of Trinamool Congress, said: “Trinamool Congress workers and supporters will hit the street on December 14, 15 and 16 protesting against the demonetisation of notes that led to nothing apart from harassment of common people. People will hit the streets to demand withdrawal of the Centre’s hasty and arbitrary decision of demonetising Rs 1,000 and Rs 500 notes.”

He urged people to join the rally to build up protest against the loss of crores of rupees due to announcement of demonetisation without any proper planning. There will be protest marches in the nooks and corners of the state.

Chief Minister Mamata Banerjee held rallies against demonetisation in Delhi and other places including Lucknow and Patna in the last week of November. She also led a rally from College Square to Esplanade on the same issue. Now, the party has given call to build up protest in the entire state.

He said that people from different parts of the state had been complaining about the daily ordeal which they are passing through due to demonetisation of notes. Condition of farmers is also poor as it was announced at a time when they need good amount of cash in their hands to buy seeds and fertilizers.

The party workers started preparing for the rallies soon after the announcement made by Partha Chatterjee. There will be a major rally on the same issue in the city as well. Senior leaders of the party will head the rally in the city. Besides holding rallies, there will also be street corner meetings all across the state.

It may be recalled that Trinamool Congress had put up posters all across the city protesting against demonetisation of notes by the Centre a few days after it was announced. Now, all the posters would be put up across the state.

নোট বাতিলের বিরুদ্ধে ফের পথে নামছে তৃণমূল 

ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস৷ নোট বাতিলের জেরে মানুষের দুর্দশার প্রতিবাদে ফের রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়াহয়েছে৷ আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ৷ হবে প্রতিবাদ মিছিল৷ নোট বাতিলের হয়রান হয়েছেন এমন নাগরিকদের সঙ্গে নিয়ে মিছিলে শামিল হবেন নেতারা৷

রবিবার সাংবাদিকদের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, “উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷তৃণমূলকর্মীদের খুনের হুমকি দিচ্ছেন৷ তৃণমূল এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না৷ তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷”

মহাসচিব জানান, “এমন ব্যক্তিগত আক্রমণের বিষয়টিকে কোনওভাবেই রেয়াত করা হবে না৷ আসলে উনি প্রধানমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে চাইছেন৷ খবরের শিরোনামে আসতে চাইছেন৷ বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে কার সাধ্য? তাঁকে দেশের কোথাও আটকানোর কারও সাধ্য নেই৷”

পাশাপাশি তিনি এও জানান প্রতিবাদ কর্মসূচি চলবেই৷ মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবে৷ আন্দোলন হবে জেলায় জেলায়, ব্লকে ব্লকে৷

Note ban only helping Modi babu & associates: Mamata Banerjee

West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday hit back at Prime Minister Narendra Modi for his charge that opposition parties were not treading the path of honesty, saying that the “most corrupt” people were talking about eradicating corruption.

“Demonetisation (has been) done only to help Modi babu and his close associates,” Mamata Banerjee said in retaliation for the Prime Minister’s attack on opposition parties over corruption and disruption of Parliament due to protests against demonetisation.

“The most corrupt people are talking about removing corruption,” she said, joining issue with Modi over his attack on the opposition parties earlier in the day.

“Demonetisation has meant complete demolition of the Indian economy,” Mamata Banerjee said in a series of tweets, continuing her unrelenting attack against the Modi government over invalidation of Rs 1,000 and old Rs 500 notes.

“The arrogant and destructive attitude of this government is trying to destroy the world’s largest democracy,” the Trinamool Congress Chairperson said.

It may be mentioned that the Trinamool Congress Chairperson has always been raising questions on the failure of the Modi government to bring back black money from abroad as he had assured the people of the country during his election campaign.

While speaking on the same issue she had raised allegations that demonetisation is a “big scam” as crores of rupees were deposited in BJP’s bank account and huge tracts of land were purchased by the party a few months ago.

She had even demanded sit probe into the scam by a retired Supreme Court judge.

নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত শুধু মোদিবাবুকেই নয়, তাঁর ঘনিষ্ঠদেরই সাহায্য করবে। শনিবারইমমতা টুইট করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ভাষণই সর্বস্ব, নোট বাতিল বেলাইন।

রবিবার টুইটে তিনি মোদিকে আক্রমণ করে বলেছেন, এই সরকারের ঔদ্ধত্য ও ধ্বংসাত্মক রাজনীতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভারতের  গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।এটা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে দেশের অর্থনীতিকেও ধ্বংস করা হয়েছে। মমতা মনে করেন, দু্র্নীতিগ্রস্ত লোকেরাই দুর্নীতি মুক্ত করার কথা বলেন।

Week 4 in Parliament: Opposition organises Black Day protest, ruling party disrupts LS

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

Thus, demonetisation was again the focus during the fourth week of the 2016 Winter Session of Parliament, which saw Opposition MPs staging protests against the issue, including the Black Day protest of December 8, and ruling party MPs disrupting the Lok Sabha to prevent a discussion in the Lok Sabha on the same issue.

 

সংসদের চতুর্থ সপ্তাহঃ বিরোধীদের কালা দিবস পালন, শাসক দল বিঘ্নিত করল লোকসভা

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান।

চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের নয় তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন।

ডিসেম্বরের পাঁচ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের সাত তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন।

ডিসেম্বরের আট তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক।

ডিসেম্বরের নয় তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন।

পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের নয় তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সব মিলিয়ে বলা যায়, শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহেও মুল কেন্দ্রবিন্দু হয়ে থাকল নোটবাতিল। যেখানে বিরোধীরা ধর্নার পর ধর্না করে গেল, আট তারিখ কালা দিবসও পালন করল ও অন্যদিকে শাসকদল সংসদ চলতে দিল না যার ফলে নোটবাতিল নিয়ে কোনও আলোচনা না হয়।