In a first in the state, the West Bengal University of Animal and Fishery Sciences came up with an indoor ward for pet dogs.
পশুদের চিকি९সার জন্য প্রথম ইনডোর ওয়ার্ড চালু করল রাজ্য সরকার
রাজ্যে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সাইন্স এ পোষা কুকুরদের ইনডোর ওয়ার্ড খোলা হল জন্য।
প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, “এই প্রথম পশ্চিমবঙ্গে কোন সরকার পরিচালিত হাসপাতালে পোষা কুকুরদের চিকি९সার ব্যবস্থা করা হল। দীর্ঘদিন ধরে এর চাহিদা ছিল”।
তিনি আরও বলেন, আমাদের রাজ্যে সব পশু হাসপাতালে আউটডোর সুবিধা আছে কিন্তু একটিও ইনডোর ওয়ার্ড ছিল না। অদূর ভবিষ্যতে, আমরা রাজ্যের সব পশু হাসপাতালে এই সুবিধা দিতে পারব”।
ইনডোর ওয়ার্ডগুলিতে অপারেশনের সুবিধাও আছে। শীঘ্রই পশুদের জন্য একটি ডায়ালিসিস ইউনিট চালু হবে।
মন্ত্রী জানান, “কুকুর এবং পশুদের জন্য কয়েকটি মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। এরপর আগামীদিনে জেলায় আরো মোবাইল ভ্যান আসবে”।