ভারতের চেতনার প্রাণপুরুষ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উত্তরপ্রদেশের পাঠ্যপুস্তক থেকে কেন বাদ দেওয়া হল? এই নিয়ে সংসদে প্রশ্ন তোলেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু উত্তরে পেলেন – এটা উত্তরপ্রদেশের বিষয়, তারা জানে।
এই স্বৈরশাসক বিজেপি যে সত্যি বাংলা-বিরোধী তা আবারও প্রমাণিত হয়ে গেল। বিজেপি বাংলার এই মুক্তমনা, স্বাধীনচেতা সত্তাকে গলা টিপে মারতে চায়। তাই শুরু করেছে শ্রেষ্ঠ চিন্তাবিদকে আক্রমণ করে। কিন্তু ভুলে গেলে চলবে না, রবীন্দ্রনাথকে আক্রমণ করা মানে দেশের ধারণা, দেশের কৃষ্টিকে আক্রমণ করা। আর এই আক্রমণের জবাব দেবে বাংলা!