সংসদ বিজেপির নোটিশ বোর্ড নয়, এটা বিরোধীদেরও কাজের জায়গা। SIR নিয়ে বিরোধীরা সরব হচ্ছে, অথচ মোদী সরকার সংসদ চলতে দিচ্ছে না।
২০২৪-এর জনাদেশ বিজেপিকে দুর্বল করেছে, বিরোধীদের অনেক বেশি ক্ষমতা দিয়েছে। বিরোধী কণ্ঠকে গুরুত্ব দিতেই হবে, এটা বুঝে নিন মোদীজি— সংসদে দাঁড়িয়ে গর্জে উঠলেন মাননীয়া সাংসদ সাগরিকা ঘোষ।